ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

আগামীকাল পঞ্চগড়ে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:৪৫ অপরাহ্ন

 আহমদিয়া সম্প্রদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করতে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আগামীকাল বুধবার পঞ্চগড়ে যাচ্ছে। দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট  জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ, দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম।

এ প্রসঙ্গে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন,পঞ্চগড়ে যে ঘটনা ঘটেছে, তা কিভাবে, কারা সূত্রপাত করেছে, প্রথমে কাদের দ্বারা কারা আক্রান্ত হয়েছে, পরে কারা পাল্টা আক্রমণ করেছে, কারা বাড়িঘরে আগুন দিয়েছে এবং কারা লুটপাট চালিয়েছে এসব বের করতে হবে। এটা বের করা কঠিন কাজ নয়। প্রশাসন চাইলেই পারে।

তিনি বলেন, পঞ্চগড় শহর সিসি ক্যামেরার আওতায়। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করলেই হয়। তা না করে পুলিশ একের পর এক বিএনপির নিরাপরাধ নেতাকর্মীদের বাড়িঘর তল্লাশি  করছে, গ্রেফতার করছে। আতঙ্কে পঞ্চগড় মানব শূণ্য হয়ে পড়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত দশটি মামলা দায়ের করা হয়েছে, এতে দেড়'শ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা ও গ্রেফতারের সংখ্যা বেড়েই চলেছে।

জেলা বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত নয়। রেলমন্ত্রী সুজন পঞ্চগড়ে  সফরে এলে আহমদিয়া সম্প্রদায়ের সদস্যরা তাকে স্পষ্ট জানিয়েছেন।

বিজ্ঞাপন
বলেছেন, আক্রমণকারীরা মন্ত্রীর সঙ্গেই আছেন।

ফরহাদ হোসেন আজাদ জানান, বিএনপির প্রতিনিধি দল এখানকার আক্রমণের শিকার সবার সাথে কথা বলবেন। এখানে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) মানুষের দ্বারাও অনেকে আক্রান্ত হয়েছে বলে জানান আজাদ।

শায়রুল কবির খান জানান, বিএনপির প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করবেন। তারা নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করে করবেন।

আগামীকাল বুধবার সকাল ১০ টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর এবং পরে সড়ক পথে প্রতিনিধি দল পঞ্চগড়ে যাবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন/ যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status