রাজনীতি
মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে: জিএম কাদের
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার হরণ করতে বিভিন্ন নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দীদার বখ্ত এর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, প্রজতন্ত্রের মানে হচ্ছে দেশের সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবে। সাধারণ মানুষের ইচ্ছেমতো তাদের প্রতিনিধিত্বকারী সরকার দেশ পরিচালনা করবে। তারা দেশ চালাতে ব্যর্থ হলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করবে সাধারণ মানুষ। এটাই হচ্ছে প্রজাতন্ত্র বা প্রজাদের তন্ত্র।
জিএম কাদের বলেন, সাধারণ মানুষের ইচ্ছা-অনিচ্ছার খোঁজ-খবর রাখা সরকারের জন্য অত্যন্ত জরুরি। এভাবে দেখলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত ব্যক্ত করা জনগণের অধিকার নয়, কর্তব্যও বলা যায়।
পাঠকের মতামত
"মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে: জিএম কাদের" - with the help of your support to BAL.