ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

অভিন্ন যমজ বোনের ৯৯তম জন্মদিন পালন, ৭০০ মিলিয়নের মধ্যে এরকম ঘটে একটি

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৬:৪৪ অপরাহ্ন

mzamin

দুই যমজ বোন একসঙ্গে তাদের ৯৯তম জন্মদিন উদযাপন করে একটি বিরল মাইলফলক তৈরি করেছেন। আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা ইরা লাকি ড্যানিয়েল এবং ভেরা রোজিয়ার বুধবার তাদের ৯৯তম জন্মদিন উদযাপন করেছেন। ইরা WJHG -টিভিকে বলেছেন,আমি আমার প্রভুর কাছে কৃতজ্ঞ বোধ করছি যে আমি জীবনে  সামান্য প্রতিবন্ধকতা নিয়ে এতদূর আসতে পেরেছি। ভেরাও বলেছেন, আমি যখন ছোট ছিলাম তখন যেরকম অনুভব করতাম এখনো সেরকম করছি। তবে গায়ের শক্তিটা  একটু কমে গেছে । ইরার মেয়ে ভিটা জানিয়েছেন, আমার  স্বামীর মৃত্যুর পর আমার তিন  সন্তানের  লালন-পালনে আমার  মা অনেক সাহায্য করেছেন।

ভেরার মেয়ে লিন্ডা রোজিয়ার ডেভিস আবার নিজের মাকে সেরা মা হিসেবে উল্লেখ করেছেন। ফ্লোরিডার  Gulf County Senior Citizens Centre- এর সদস্যরা যমজ বোনের ৯৯তম জন্মদিন উদযাপন করেছেন। Gulf County Senior Citizens Centre- এর  নির্বাহী পরিচালক, এডি ফিল্ডস বলেছেন, এই উদযাপন দুই বোনের প্রতি ভালবাসা দেখানোর জন্য।  আশা করি, আমাদের সেন্টারের বাকি সদস্যরা জীবনের লম্বা ইনিংসে পৌঁছাতে পারবে।  

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, দুই অভিন্ন  যমজ বোনের একইসাথে ১০০ বছর বয়সের গন্ডি পেরোনো সত্যিই বিরল ঘটনা।

বিজ্ঞাপন
৭০০ মিলিয়নের মধ্যে প্রায় একটি  ক্ষেত্রে এরকম ঘটে। এর আগে অভিন্ন যমজ উমেনো সুমিয়ামা এবং কৌমে কোডামাকে ১০৭ বছর  ৩০০ দিন বয়সে পৌঁছানোর পরে ‘সবচেয়ে বয়স্ক’  হিসাবে ঘোষণা করা হয়েছিল। তাদের বয়স ২০২১ সালের ১ সেপ্টেম্বর জাপানের  ওইটা-তে যাচাই করা হয়েছিল। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, উমেনো এবং কৌমে ১৯১৩ সালের ৫ নভেম্বর জাপানের কাগাওয়া প্রিফেকচারের শোডো দ্বীপে ১৩ জনের একটি বড় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাদের পরিবারের সদস্যদের মতে, যমজ দুই বোন উভয়ই একে ওপরের ভালো বন্ধু। তবে উমেনো বেশ  দৃঢ়-স্বভাবের  অন্যদিকে কৌমে মৃদু।

সূত্র : টাইমস নাও

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status