রকমারি
অভিন্ন যমজ বোনের ৯৯তম জন্মদিন পালন, ৭০০ মিলিয়নের মধ্যে এরকম ঘটে একটি
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৬:৪৪ অপরাহ্ন

দুই যমজ বোন একসঙ্গে তাদের ৯৯তম জন্মদিন উদযাপন করে একটি বিরল মাইলফলক তৈরি করেছেন। আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা ইরা লাকি ড্যানিয়েল এবং ভেরা রোজিয়ার বুধবার তাদের ৯৯তম জন্মদিন উদযাপন করেছেন। ইরা WJHG -টিভিকে বলেছেন,আমি আমার প্রভুর কাছে কৃতজ্ঞ বোধ করছি যে আমি জীবনে সামান্য প্রতিবন্ধকতা নিয়ে এতদূর আসতে পেরেছি। ভেরাও বলেছেন, আমি যখন ছোট ছিলাম তখন যেরকম অনুভব করতাম এখনো সেরকম করছি। তবে গায়ের শক্তিটা একটু কমে গেছে । ইরার মেয়ে ভিটা জানিয়েছেন, আমার স্বামীর মৃত্যুর পর আমার তিন সন্তানের লালন-পালনে আমার মা অনেক সাহায্য করেছেন।
ভেরার মেয়ে লিন্ডা রোজিয়ার ডেভিস আবার নিজের মাকে সেরা মা হিসেবে উল্লেখ করেছেন। ফ্লোরিডার Gulf County Senior Citizens Centre- এর সদস্যরা যমজ বোনের ৯৯তম জন্মদিন উদযাপন করেছেন। Gulf County Senior Citizens Centre- এর নির্বাহী পরিচালক, এডি ফিল্ডস বলেছেন, এই উদযাপন দুই বোনের প্রতি ভালবাসা দেখানোর জন্য। আশা করি, আমাদের সেন্টারের বাকি সদস্যরা জীবনের লম্বা ইনিংসে পৌঁছাতে পারবে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, দুই অভিন্ন যমজ বোনের একইসাথে ১০০ বছর বয়সের গন্ডি পেরোনো সত্যিই বিরল ঘটনা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, উমেনো এবং কৌমে ১৯১৩ সালের ৫ নভেম্বর জাপানের কাগাওয়া প্রিফেকচারের শোডো দ্বীপে ১৩ জনের একটি বড় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাদের পরিবারের সদস্যদের মতে, যমজ দুই বোন উভয়ই একে ওপরের ভালো বন্ধু। তবে উমেনো বেশ দৃঢ়-স্বভাবের অন্যদিকে কৌমে মৃদু।
সূত্র : টাইমস নাও