দেশ বিদেশ
গুলজা গণহত্যা: উইঘুরদের ওপর চীনের নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:০০ অপরাহ্ন
বিশ্বজুড়ে উইঘুররা প্রতিবছর ৫ই ফেব্রুয়ারিকে গুলজা গণহত্যার বার্ষিকী হিসেবে পালন করে। ১৯৯৭ সালের এই দিনে জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল গুলজায় ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং সমান অধিকারের দাবিতে শান্তিপূর্ণ একটি বিক্ষোভে অংশ নেয়ার সময় হাজার হাজার নিরীহ উইঘুরকে হত্যা ও বন্দি করে চীনা বাহিনী। বিক্ষোভকারীরা উইঘুর সম্প্রদায়ের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রান্তিককরণের দিকে পরিচালিত জাতিগত বৈষম্যের অবসানের দাবি জানায়। গুলজার সেই গণহত্যা স্মরণে বাংলাদেশেও কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজ, ওলামা এবং অন্যান্য সংগঠন বাংলাদেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে উইঘুর মুসলিম ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ন্যায্য দাবিকে সমর্থন করার জন্য গুলজা গণহত্যার ২৬তম বার্ষিকী পালন করেছে।
গাজীপুর: গুলজা গণহত্যার বার্ষিকী উপলক্ষে গাজীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের নৃশংসতা ও চলমান গণহত্যার কথা তুলে ধরা হয়। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন সালনা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল আলিম সাইফী, সালনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলী উল্লাহ, আয়েশা সিদ্দিক (রহ.) মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল্লাহ সোহাইলি এবং দিঘিরচালা দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রশিদ জালাবাদী। বিক্ষোভকারীরা উইঘুর মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা উইঘুরদের ওপর চীনের নির্যাতন এবং গণহত্যার নিন্দা জানান। উইঘুরদের ওপর চীনা নৃশংসতা তুলে ধরে ব্যানার ও পোস্টার বহন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
ঢাকা: বাংলাদেশ সম্প্রীতি সংসদ (বাসস) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাইসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করে।
খুলনা: খুলনা মহানগর ছাত্র সংসদ (কেএমএসইউ) শহরের রয়্যাল মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কেএমএসইউ সাধারণ সম্পাদক জয় বৈদ্য, সভাপতি এবং অন্যরা সমবেত কণ্ঠে জানান ছাত্র ইউনিয়ন উইঘুরদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। উইঘুরদের সমর্থনে চিত্রিত ব্যানার এবং পোস্টার প্রদর্শন করা হয় সেখানে। এ ছাড়া লিফলেটও বিতরণ করা হয়।
রাজশাহী: বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) সংখ্যালঘু ও উইঘুরদের প্রতি চীনের অমানবিক আচরণ তুলে ধরতে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল পোস্টার ও ব্যানার। চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, সাধারণ সম্পাদক এস ইউ এম আবদুস সামাদ এবং সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন।