ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গুলজা গণহত্যা: উইঘুরদের ওপর চীনের নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:০০ অপরাহ্ন

বিশ্বজুড়ে উইঘুররা প্রতিবছর ৫ই ফেব্রুয়ারিকে গুলজা গণহত্যার বার্ষিকী হিসেবে পালন করে। ১৯৯৭ সালের এই দিনে জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল গুলজায় ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং সমান অধিকারের দাবিতে শান্তিপূর্ণ একটি বিক্ষোভে অংশ নেয়ার সময় হাজার হাজার নিরীহ উইঘুরকে হত্যা ও বন্দি করে চীনা বাহিনী।  বিক্ষোভকারীরা উইঘুর সম্প্রদায়ের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রান্তিককরণের দিকে পরিচালিত জাতিগত বৈষম্যের অবসানের দাবি জানায়। গুলজার সেই গণহত্যা স্মরণে বাংলাদেশেও কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজ, ওলামা এবং অন্যান্য সংগঠন বাংলাদেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে উইঘুর মুসলিম ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ন্যায্য দাবিকে সমর্থন করার জন্য গুলজা গণহত্যার ২৬তম বার্ষিকী পালন করেছে।

গাজীপুর: গুলজা গণহত্যার বার্ষিকী উপলক্ষে গাজীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের নৃশংসতা ও চলমান গণহত্যার কথা তুলে ধরা হয়। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন সালনা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল আলিম সাইফী, সালনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলী উল্লাহ, আয়েশা সিদ্দিক (রহ.) মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল্লাহ সোহাইলি এবং দিঘিরচালা দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রশিদ জালাবাদী। বিক্ষোভকারীরা উইঘুর মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা উইঘুরদের ওপর চীনের নির্যাতন এবং গণহত্যার নিন্দা জানান। উইঘুরদের ওপর চীনা নৃশংসতা তুলে ধরে ব্যানার ও পোস্টার বহন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

ঢাকা: বাংলাদেশ সম্প্রীতি সংসদ (বাসস) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাইসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন
সাইকেল র্যা লিটি নিকুঞ্জ পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান এলাকা হয়ে ইউনাইটেড হাসপাতাল ঘুরে পুলিশ প্লাজায় গিয়ে শেষ হয়। বাসস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক আহমেদ তাফসিরের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। সভায় তিনি বলেন, ১৯৯৭ সালের এই দিনে গুলজায় উইঘুর বিক্ষোভকারীরা একটি অহিংস প্রতিবাদে অংশ নিয়েছিল যাতে চীন সরকার কর্তৃক শহরে ধর্মীয় দমন-পীড়ন এবং জাতিগত বৈষম্যের অবসানের আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের মুসলমানরা উইঘুর মুসলমানদের পাশে আছে। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ইসলামিক প্রগতিশীল জনতা ফ্রন্ট বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা আমীর মাওলানা আবু জাফর কাশেমী, জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নেতা মাওলানা শহিদুল ইসলাম আনসারীসহ ১২০-১৫০ জন অংশগ্রহণ করেন। বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (বিএমডব্লিউডিসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। অংশগ্রহণকারীরা পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে গুলজা হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন। বিএমডব্লিউডিসির একটি দল সন্ধ্যায় চীনা দূতাবাসে স্মারকলিপি দিতে যায়।

খুলনা: খুলনা মহানগর ছাত্র সংসদ (কেএমএসইউ) শহরের রয়্যাল মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কেএমএসইউ সাধারণ সম্পাদক জয় বৈদ্য, সভাপতি এবং অন্যরা সমবেত কণ্ঠে জানান ছাত্র ইউনিয়ন উইঘুরদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। উইঘুরদের সমর্থনে চিত্রিত ব্যানার এবং পোস্টার প্রদর্শন করা হয় সেখানে। এ ছাড়া লিফলেটও বিতরণ করা হয়।

রাজশাহী: বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ) সংখ্যালঘু ও উইঘুরদের প্রতি চীনের অমানবিক আচরণ তুলে ধরতে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিল পোস্টার ও ব্যানার। চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, সাধারণ সম্পাদক এস ইউ এম আবদুস সামাদ এবং সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন।
 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status