দেশ বিদেশ
বইমেলায় অঞ্জন আচার্যের তৃতীয় গল্পগ্রন্থ ‘বাতাসের তলোয়ার’
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হলো কবি ও গল্পকার অঞ্জন আচার্যের তৃতীয় গল্পগ্রন্থ ‘বাতাসের তলোয়ার’। বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। ধ্রুব এষের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বিদ্যাপ্রকাশের প্রকাশক মজিবর রহমান খোকা বলেন, অঞ্জন আচার্য এ সময়ের একজন প্রতিশ্রুতিশীল লেখক। তার লেখা বরাবরই নিরীক্ষামূলক ও ভিন্নধর্মী। বইয়ের বিষয়বস্তু সম্পর্কে লেখক অঞ্জন আচার্য বলেন, প্রতিটি জীবনই আলাদা! আঙ্গুলের ছাপের মতো আলাদা। তবুও মিলে যায় অন্য কারও সঙ্গে। যেভাবে মিল থাকে অচেনা কারও চেহারার আদলে। তবে যার যার মতো অন্যরকম। সাদা পাতায় সবাই কষে যায় নিজের জীবনের নকশার অঙ্ক।
বিজ্ঞাপন