দেশ বিদেশ
উপহার পাওয়া গাড়িটি এম্বুলেন্স হিসেবে ব্যবহারের ঘোষণা হিরো আলমের
বাংলারজমিন ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
হবিগঞ্জের এক শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটি এম্বুলেন্স হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গতকাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমানের কাছ থেকে গাড়িটি গ্রহণের পর তিনি এ ঘোষণা দেন। গতকাল বেলা তিনটার দিকে হিরো আলম হবিগঞ্জে এসে পৌঁছেন। উপহার গ্রহণের পর তিনি ঘোষণা দিয়েছেন, গাড়িটি তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না; বরং এম্বুলেন্স হিসেবে সাধারণ মানুষ ব্যবহার করবেন এটি। হিরো আলমকে গাড়ি উপহার দেয়া এম মখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। উপনির্বাচনের একদিন আগে ৩১শে জানুয়ারি ফেসবুক লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দেন। হিরো আলম উপহারের গাড়ি নিতে হবিগঞ্জে আসছেন, এই খবরে গতকাল সকাল থেকে চুনারুঘাটের নরপতি গ্রামে মানুষের ঢল নামে। চুনারুঘাট উপজেলা ছাড়াও হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর উপজেলা থেকেও উৎসুক মানুষ হিরো আলমকে একনজর দেখতে আসেন। হিরো আলমকে উপহার হস্তান্তর উপলক্ষে শিক্ষক মখলিছুর রহমানের বাড়ির সামনে বানানো হয় একটি মঞ্চ। বেলা তিনটায় হিরো আলম নরপতি গ্রামে এসে পৌঁছান।
পাঠকের মতামত
হিরু আলম ঘোষনা করছেন তিনি গাড়িটি এম্বুলেন্স হিসাবে ব্যবহার করাবেন। সত্যিই সে যাই বলুক এটা কিন্ত খুব ভাল একটা উদাহরণ হয়ে থাকবে। আমি মনে করি বা হিরু আলমকে অনুরোধ করব "জনাব হিরু আলম আপনি এই এম্বুলেন্স টি আপনার নিয়ন্ত্রণে রেখে স্বাস্থ্য সেবায় বিনা মূল্যে ব্যবহার করেন" জনাব হিরু আলম আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি।
"হিরো আলম দেশের হিরো" বউ পেটানো যে দেশের হিরো সে দেশ এমন শাসকই দরকার।
নেতাদের জনগনের চিন্তা করতে করতে ধনী হয়ে যাচ্ছে আর আমরা হচ্ছি গরিব। হিরো আলম তাদের মুখে ঝাড়ু পেটা করছেন।
Hero alom best hero alom great