খেলা
অবশেষে জয়ের দেখা চট্টগ্রামের
স্পোর্টস রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
টানা ৭ হারের লজ্জার শঙ্কায় ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম চার ম্যাচে দুই জয় পেলেও এরপর আর জয়ের মুখ দেখেনি শেষ আসরে প্লে অফ খেলা চট্টগ্রাম। এরই মধ্যে ছিটকে পড়েছে বিপিএলের রেস থেকে। অন্যদিকে চলতি আসরে ৩ ম্যাচ জেতা ঢাকা ডমিনেটর্সের একই অবস্থা। নিজেদের শেষ ম্যাচে সান্তনার জয়ই ছিল তাদের লক্ষ্য। সুযোগও এসেছিল। টসে জিতে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জার্সরা ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানে থামে। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো হয়েছিল ঢাকার। কিন্তু চট্টগ্রামের দারুণ বোলিংয়ের সামনে শেষ ম্যাচে করে অসহায় আত্মসমর্পণ। ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে শেষ হয় তাদের ইনিংস।
বিজ্ঞাপন