ঢাকা, ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৯ রমজান ১৪৪৪ হিঃ

অনলাইন

হবিগঞ্জে গাড়ি নিতে গিয়ে জরিমানা গুনলেন হিরো আলম

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৭ অপরাহ্ন

mzamin

সিলেটের হবিগঞ্জে উপহারের গাড়ি নিতে এসে পুলিশকে জরিমানা দিতে হলো আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে। হবিগঞ্জে আসার পথে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে আড়াই হাজার টাকা জরিমানা করে। হিরো আলমকে বহনকারী গাড়িটি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর দায়ে এই জরিমানা করা হয়। 

বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হিরো আলমকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি বলেন, হিরো আলমের গাড়ি অতিরিক্ত গতিতে চালানোর দায়ে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় তাকে জরিমানা করা হয়েছে।

হিরো আলম ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন। বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেন তিনি। উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। মঙ্গলবার হিরো আলম এই গাড়ি নিতে হবিগঞ্জে আসার পথে জরিমানার মুখে পড়েন। ওই শিক্ষকের নাম এম মখলিছুর রহমান। বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক তিনি।

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status