রাজনীতি
সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না: জিএম কাদের
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০২ পূর্বাহ্ন

সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য। আমরা দেশের মানুষের জন্য কথা বলি। দেশের মানুষের পক্ষে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে সরকারের সমালোচনা করছি। অনেকেই সরকারের বিরোধীতাকে রাষ্ট্রদ্রোহিতা মনে করেন। সরকারের সমালোচনা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না। সমালোচকদের মুখ বন্ধ করতে চেষ্টা করা হচ্ছে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাজনীতিতে জোটবদ্ধ হওয়া মানে ক্রীতদাস হওয়া নয় মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনে আমরা জোটবদ্ধ হওয়াকে বন্ধুত্ব মনে করি। জোটবদ্ধ হওয়া মানে ক্রীতদাস হওয়া নয়, জোটবদ্ধ মানে দাসত্ব নয়। আমরা রাজনীতি করি, দেশের মানুষের স্বার্থই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের মানুষ বিভিন্নভাবে নিষ্পেশিত হচ্ছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভালো কাজে ভালো মূল্য দিতে হয়। ভালো কাজ করতে গেলে জুলুম-নির্যাতন আসবেই। সকল বাধা উপেক্ষা করে আমরা গণমানুষের পক্ষেই কথা বলবো। আমরা সম্মান আর ভালোবাসার জন্য রাজনীতি করি। টাকা বা লোভ-লালসার জন্য জাতীয় পার্টির রাজনীতি নয়। এসময় তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে নেতাকর্মীদের মাথা নত না করার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা মহানগর আহ্বায়ক রওশন আরা মান্নান, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, সদস্য সচিব হুমায়ুন কবির মুন্সি। এসময় আরো উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর গোলাম মোস্তফা, মমতাজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন প্রমুখ।
পাঠকের মতামত
জনাব কাদের আপনাদের জন্যই আওয়ামীলীগ আজ এত বেপরোয়া , ২০১৪ ও ২০১৮ তে কোনো এক অদৃশ্য লোভে আপনারা নিজেদের বিক্রি করে দিয়েছেন। দেশের এই পরিস্থিতির দায় আপনাদেরও।
অনেক সুন্দর কথা বলেছেন ধন্যবাদ। তবে এগুলো যেন শুধু কথার কথা না হয় মানুষ বাস্তবে এর প্রয়োগ দেখতে চায়।