রাজনীতি
পদযাত্রার অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫২ পূর্বাহ্ন

আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
মঙ্গলবার চিঠি দুটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে পৌঁছে দিয়েছে বিএনপি।
আগামী ১২ ফেব্রুয়ারি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেয়া চিঠিতে উত্তর বিএনপি বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ হতে শুরু হয়ে রিং রোডশিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাস স্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হবে। এই কর্মসূচির বিষয়ে আপনাকে অবহিত ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
অন্যদিকে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেয়া চিঠিতে দক্ষিণ বিএনপি বলেছে, আগামী ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ হয়ে কমলাপুর-আরামবাগ-ফকিরাপুল-দৈনিক বাংলা মোড়-পুরানা পল্টন-প্রেসক্লাব গিয়ে পদযাত্রা শেষ হবে। এই কর্মসূচিগুলোর বিষয়ে আপনাকে অবহিত ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।