রাজনীতি
ঢাকায় দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপি’র
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ন

সরকারের পদত্যাগসহ ১০ দফা আদায় ও গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য কমানোর দাবিতে ঢাকা মহানগরে দুদিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৯ই ফেব্রুয়ারি গোপীবাগ মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব এবং উত্তরের উদ্যোগে ১২ই ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা সাত রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয় হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা নাজিমুদ্দিন আলাম, কামরুজ্জামান রতন ও আমিনুল হক।
পাঠকের মতামত
পদযাত্রা শোভাযাত্রা আর মিছিল মিটিং করতে করতেই হয়তো ২০২৩ সালটার সমাপ্তি হবে। রাজনৈতিক দল মানেই এসব কিছুর উৎপাত আর উত্তেজনা। কিন্ত বিএনপি জানে এসবের কার্যকর কোন ফলাফল নাই। গ্রামের একটা প্রবাদ আছে গরুকে জিজ্ঞেস করে হালচাষ হয়না। কিন্ত বিএনপি তাই করছে। যাদের বিরুদ্ধে যাদের উৎখাতে বিএনপি আন্দোলন করছে তাদেরকে জিজ্ঞেস করে তাদের অনুমতি নিয়ে তাদের দেওয়া শর্ত সাপেক্ষে কখন কোথায় কতক্ষণ কি পরিমান জায়গা এবং লোকবল নিয়ে কোন ভাষা প্রয়োগে সমাবেশ মিছিল কিংবা যাত্রা করবে তার সত্যায়িত অনুমোদন নিতে হয়। শর্ত বহির্ভূত কোন কর্মকান্ড নিষিদ্ধ। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক লক্ষার্জনে আন্দোলনের এমন কোন ইতিহাস আছে? আর সেই আন্দোলনে সরকার বাড়িঘর ছেড়ে সব ফেলে পালিয়ে যাবে আর বলবে ছেড়ে দে মা কেঁদে বাছি এমন নজীর পৃথিবীর কোথাও আছে কি? বিএনপির এই বিনোদন মূলক আন্দোলন দেখে পেঁচাও বোধ করি হাসে।
মহল্লায় মহল্লায় বিএনপির অফিস খুলে দেয়া উচিত ।
এসব কর্মসূচি থেকে রাজনৈতিক চর্চার সুযোগ হচ্ছে । এখন বিএনপি একটি সত্যিকার রাজনৈতিক দলে পরিণত হবে । তবে সময় লাগবে ।