প্রথম পাতা
শিশুটিকে বুকে জড়িয়ে কাঁদছিল সকলে
মানবজমিন ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
সিরিয়ার ধ্বংসস্তূপ থেকে প্রতি ১০ মিনিটে একটি করে মৃতদেহ উদ্ধার হচ্ছে। ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল হারেম থেকে আল জাজিরার সাংবাদিক সুহাইব আল খালাফ এ খবর জানাচ্ছিলেন। তিনি বলছিলেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন। তারা একটি শিশুকে উদ্ধার করেই আনন্দ করতে থাকেন। তাদের বিশ্বাস শিশুটি বেঁচে আছে। ফলে তাকে নিয়ে দ্রুত তারা ছুটে যান হাসপাতালে। তিনি আরও বলেন, দীর্ঘদিন সিরিয়ার গৃহযুদ্ধের কারণে সেখানকার স্থানীয় মেডিকেল সুবিধা প্রায় শেষ হয়ে গেছে। তার মধ্যে আহতদের নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। যেসব হাসপাতাল আছে তার কোনো বেড খালি নেই। এমনকি করিডোর ভরে গেছে রোগীতে।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত
১
১ দিনের রিমান্ড/ তারাবির নামাজ থেকে তিন হাফেজসহ গ্রেপ্তার ১৬
৪
১১০০ কোটি টাকা আত্মসাৎ/ ভারত থেকেও লাপাত্তা সোহেল রানা কোথায়?
৫