দেশ বিদেশ
বাসাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে দর্জি’র মৃত্যু
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
টেইলার্সের বৈদ্যুতিক আয়রনে শর্টসার্কিট থেকে আগুন লেগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ দর্জি’র মৃত্যু হয়েছে। গতকাল মধ্যরাতে উপজেলার ফুলকী ইউপি’র আইসড়া বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ে বাজারের আরও ৪টি দোকান পুড়ে গেছে। তিন সন্তানের জনক নিহত মঞ্জুরুল একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, রাত ২টার দিকে আইসড়া বাজারে হঠাৎ করে আগুন জ্বলে উঠতে দেখে পার্শ^বর্তী লোকজন চিৎকার শুরু করে। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং বাসাইল ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ২ ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দোকানের ভেতরে থাকা মঞ্জুরুল ইসলামের দেহের পোড়া কঙ্কাল উদ্ধার করা হয়।
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মাজহারুল ইসলাম বলেন, দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিহত বৃদ্ধ মঞ্জুরুল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সেখানেই তার মৃত্যু হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মালামালসহ ৪টি দোকান পুড়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।