বাংলারজমিন
দশমিনায় মানবজমিন প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
দশমিনায় মানবজমিন প্রতিনিধি সাফায়েত হোসেনের ওপর প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত সাংবাদিক সাফায়েতকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দশমিনা উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ হামলার ঘটনায় দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিক সাফায়েত হোসেন দৈনিক মানবজমিনের দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। জানা গেছে, দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে লক্ষ্মীপুর ঢাকি বাড়ি সংলগ্ন স্লুইস গেটে দরজা নির্মাণ করার জন্য স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা ২০২১-২২ অর্থবছরে দুই লাখ টাকা বরাদ্দ দেন। বজলুর রহমান ওই কাজ না করে টাকা আত্মসাৎ করার ঘটনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সাফায়েত স্থানীয় ভুক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহণ করে ফেসবুক পেইজে আপলোড করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্য বজলুর রহমান মৃধা, তার ভাই একাধিক মামলার আসামি আব্দুর রহিম মৃধা, আল আমিন মৃধা, বেল্লাল মৃধা, আলতাফ মৃধা সহ ৭/৮ জন অজ্ঞাত সন্ত্রাসী উপজেলা পরিষদের সামনে সদর রোডে সাফায়েত হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সাফায়েতের ক্যামেরা ভাঙচুর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় সাফায়েতের ডান হাতের হাড় ভেঙে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাফায়েতকে দশমিনা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় দশমিনা উপজেলায় কর্মরত সকল সাংবাদিক থানায় উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন। হামলার ঘটনায় আহত সাংবাদিক সাফায়েত হোসেন ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।