ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দশমিনায় মানবজমিন প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

দশমিনায় মানবজমিন প্রতিনিধি সাফায়েত হোসেনের ওপর প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত সাংবাদিক সাফায়েতকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দশমিনা উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ হামলার ঘটনায় দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিক সাফায়েত হোসেন দৈনিক মানবজমিনের দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। জানা গেছে, দশমিনা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে লক্ষ্মীপুর ঢাকি বাড়ি সংলগ্ন স্লুইস গেটে দরজা নির্মাণ করার জন্য স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা ২০২১-২২ অর্থবছরে দুই লাখ টাকা বরাদ্দ দেন। বজলুর রহমান ওই কাজ না করে টাকা আত্মসাৎ করার ঘটনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সাফায়েত স্থানীয় ভুক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহণ করে ফেসবুক পেইজে আপলোড করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্য বজলুর রহমান মৃধা, তার ভাই একাধিক মামলার আসামি আব্দুর রহিম মৃধা, আল আমিন মৃধা, বেল্লাল মৃধা, আলতাফ মৃধা সহ ৭/৮ জন অজ্ঞাত সন্ত্রাসী উপজেলা পরিষদের সামনে সদর রোডে সাফায়েত হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সাফায়েতের ক্যামেরা ভাঙচুর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় সাফায়েতের ডান হাতের হাড় ভেঙে যায়।

বিজ্ঞাপন
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাফায়েতকে দশমিনা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় দশমিনা উপজেলায় কর্মরত সকল সাংবাদিক থানায় উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন। হামলার ঘটনায় আহত সাংবাদিক সাফায়েত হোসেন ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status