প্রথম পাতা
ইস্যু গণতন্ত্র ও মানবাধিকার
ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল
কূটনৈতিক রিপোর্টার
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার
গণতন্ত্র, মানবাধিকার, শ্রম পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনায় ঢাকা আসছে উচ্চ পর্যায়ের একাধিক মার্কিন প্রতিনিধিদল। বাংলাদেশের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বিষয়েও আলোচনায় আগ্রহ রয়েছে মার্কিন প্রতিনিধিদের। এমনটাই জানিয়েছে ঢাকা ও ওয়াশিংটনের দায়িত্বশীল সূত্র। সফরগুলো বাস্তবায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন- র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ নানা ইস্যুতে মতপার্থক্য থাকলেও খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে আন্তরিক উভয় পক্ষ। সদ্য ঢাকা সফর করে যাওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোলাল্ড লু এবং প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আইলিন লাউবাচারের ব্যাক টু ব্যাক সফরে সেই বার্তাই স্পষ্ট হয়েছে। তাদের সফরের পরপরই ঢাকা আসার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ডেরেক শোলের। লু ঢাকায় থাকতেই তার সফর পিছিয়ে দেয়া হয়। তখন বলা হয়, হয়তো খানিকটা সময় নিতেই সফরটি পেছানো হয়েছে। সেই সফরই এখন বাস্তবায়ন হচ্ছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, শোলে ঢাকা আসার আগে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ড বাংলাদেশ সফর করার কথা রয়েছে। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সফরের দিনক্ষণ নিশ্চিত হয়নি।
কর্মকর্তারা বলেন- খাতওয়ারি আইলিন লাউবাচার, ডোনাল্ড লুর আলোচনা যেখানে থেমেছে ডেরেক শোলের আলোচনা সেখান থেকেই শুরু হবে। মূলত শোলে তার জুনিয়র প্রভাবশালী কর্মকর্তাদের সফরের ফলোআপ করবেন এবং বাংলাদেশ বিষয়ক একটি সমন্বিত রিপোর্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনের কাছে তুলে ধরবেন। ১৪ই ফেব্রুয়ারি তার ঢাকা পৌঁছানোর কথা। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আগ্রহী তিনি। স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা মতে, ডেরেক শোলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ ডিপ্লোমেটিক অ্যাসাইনমেন্ট প্রাপ্ত এবং তিনি সরাসরি তার কাছেই রিপোর্ট করেন। উল্লেখ্য, গত সেপ্টম্বরে শোলে পাকিস্তান সফর করেন। সেই সফরে আলোচিত ছিল সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়ার সঙ্গে তার বৈঠক। সেই বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। স্টেট ডিপার্টমেন্টে যোগদানের আগে শোলে হোয়াইট হাউস এবং ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে দায়িত্ব পালন করেছেন। সেগুনবাগিচা জানিয়েছে, উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সফরের পর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে। সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনের সঙ্গে মন্ত্রী মোমেনের বৈঠক আর পররাষ্ট্র সচিবের সঙ্গে রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের বৈঠকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত
চোখ আওয়ামী লীগের প্রার্থী তালিকার দিকে/ কৌতূহল, নানা আলোচনা
টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয়/ শেখ হাসিনাকে দিল্লির বলা উচিত...

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]