রকমারি
নগ্নতার অধিকারকে স্বীকৃতি দিল স্পেনের উচ্চ আদালত
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৫ অপরাহ্ন

স্পেনের ভ্যালেন্সিয়া এলাকার আলদাইয়া শহরের রাস্তায় নগ্ন হয়ে ঘুরে বেড়ানোর অপরাধে জরিমানা করা হয়েছিল আলেজান্দ্রো কলোমারকে। সেই মামলায় শেষমেষ আলেজান্দ্রোর পাশেই দাঁড়ালো স্পেনের একটি উচ্চ আদালত। নগ্ন অবস্থায় আদালতের শুনানিতেও অংশ নিয়েছিলেন বছর ২৯ এর এই যুবক। একটি বিবৃতিতে উচ্চ আদালত বলেছে যে- রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি শহর আলদাইয়ার রাস্তায় নগ্ন থাকার জন্য ওই ব্যক্তিকে নিম্ন আদালত যে জরিমানা করেছিলো তা বাতিল করা হলো । আদালত স্প্যানিশ আইনে জনসাধারণের নগ্নতা সংক্রান্ত অধিকারকে স্বীকৃতি দিয়েছে। শুনানির দিন আলেজান্দ্রো কলোমারকে আদালতে প্রবেশের সময় জামাকাপড় পরার নির্দেশ দেওয়ার আগে তিনি মাত্র একজোড়া হাইকিং বুট পরে আদালতে এসেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে জরিমানা তার স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করেছে।
আলেজান্দ্রো রয়টার্সকে বলেছিলেন যে, তিনি ২০২০ সালে জনসমক্ষে নগ্ন হয়ে আসা শুরু করেছিলেন এবং নগ্ন হয়ে হাঁটার সময় তিনি অনেক বেশি জনসমর্থন পেয়েছেন, যদিও তাকে একবার ছুরি দিয়ে হুমকি দেয়া হয়েছিল। শুনানির সময় উচ্চ আদালতে আলেজান্দ্রো বলেন, “জরিমানার কোনো মানে হয় না। তারা আমাকে অশ্লীল প্রদর্শনী করার জন্য অভিযুক্ত করেছে। অভিধান অনুসারে যা যৌন অভিপ্রায়কে বোঝায় এবং আমি যা করছিলাম তার মধ্যে কোনও সম্পর্ক নেই।"
১৯৮৮ সাল থেকে স্পেনে জনসাধারণের সামনে নগ্নতা বৈধ।
সূত্র : theprint.in
পাঠকের মতামত
wait for us watch is moving forward if Dpu is continues her post.
এটাই তাহলে বিশ্ব সভ্যতা ??? আর এটাই হলো উলঙ্গ চলা তাঁদের ধর্মখোলা
The beast hides his place of shame. They are worse than beast.
I have to admit it's creat unthinkable attention in public place. Some people make sound, someone laughing loudly, parents get busy to turn back their kids and at the end I found it's just ugly. Where are we going?