খেলা
রেকর্ড-গড়া জয়ে সিরিজ ভারতের
স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা টানে ভারত। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিটি ছিল তাই অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে তাণ্ডব চালিয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত। তাও আবার কিউইদের ১৬৮ রানে হারিয়ে রেকর্ড গড়ে। এই ম্যাচেই ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ রারের ইনিংস খেলেন শুভমন গিল। বুধবার আহমেদাবাদে শুভমন গিলের অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৪ রান তোলে ভারত। জবাবে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। আইসিসির দুটি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়লো ভারত। আগের রেকর্ডটি ছিল তাদেরই।
বিজ্ঞাপন