ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

রেকর্ড-গড়া জয়ে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
mzamin

সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা টানে ভারত। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিটি ছিল তাই অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে তাণ্ডব চালিয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত। তাও আবার কিউইদের ১৬৮ রানে হারিয়ে রেকর্ড গড়ে। এই ম্যাচেই ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ রারের ইনিংস খেলেন শুভমন গিল। বুধবার আহমেদাবাদে শুভমন গিলের অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৩৪ রান তোলে ভারত। জবাবে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। আইসিসির দুটি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়লো ভারত। আগের রেকর্ডটি ছিল তাদেরই।

বিজ্ঞাপন
২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের জয় পেয়েছিল রোহিত শর্মারা। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড চেক প্রজাতন্ত্রের দখলে। ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল ইউরোপের দলটি। বুধবার ভারতের দেয়া ২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। কিউইদের ব্যাটিং লাইনআপে একাই ধস নামান ভারতের হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ড্যারিল মিচেলের। ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান করেন তিনি। অধিনায়ক মিচেল স্যান্টনারের সংগ্রহ ১৩ বলে ১৩ রান। বাকিদের কেউই ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে আলো ছড়ান আর্শদীপ সিং, উমরান মালিক ও শিভাম মাভি। এই তিন বোলারের প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না ভারতেরও। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ইশান কিষান। শুরুর ধাক্কা সামলে ৮০ রানের জুটি গড়েন শুভমন গিল এবং রাহুল ত্রিপাঠি। ২২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ত্রিপাঠি ৪৪ রানে আউট হলে ভাঙে এই জুটি। সূর্যকুমার যাদবের সংগ্রহ ২৪ রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪ চার ও ১ চক্কায় ৩০ রান করেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শুভমন। ৬৩ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস এটি। এত দিন শীর্ষে ছিল গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা বিরাট কোহলির ১২২*। শুভমনের ইনিংসটি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও শুভমনের ব্যাট থেকে এসেছিল ২০৮ রানের ইনিংস। নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ১ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নেন। একটি করে উইকেট পান ব্লায়ার টিকনার, ইশ সোধি এবং ড্যারিল মিচেলও। তিন ম্যাচে ৬৬ রান ও ৫ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status