রাজনীতি
আশুগঞ্জের এক কেন্দ্রে তামাশা
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
(২ বছর আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

ভোটের সারি ফাঁকা। কিন্তু হঠাৎই সারি পরিপূর্ণ করা হয় আশপাশ থেকে লোক ডেকে এনে। তাদের অনেকে ভোটার নন, আবার অনেকে ভোট দিয়ে দিয়েছেন। সেখানে অপ্রাপ্ত বয়স্কদের ভিড় ছিলো লক্ষ্যনীয়। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে কেন্দ্রে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটের সারি করার জন্য ডেকে আনেন সবাইকে। বেলা সোয়া ১১টার দিকে আশুগঞ্জের সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ তামাশা লক্ষ্যনীয় হয়। সারিতে দাঁড়ানো ভোটারদের ২/১ জনের সাথে কথা বলতে শুরু করলে মুহূর্তেই সারি ফাঁকা হয়ে যায়। কেন্দ্রটিতে ভোটার ৪০৪১। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ ইশরাফিল জানান- ১১টা পর্যন্ত ১৫০ ভোট পড়েছে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
৬
মির্জা আব্বাস/ ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মানবো না
৭