দেশ বিদেশ
রুমায় আতঙ্কে গ্রাম ছেড়েছে ৫২ পরিবার
বান্দরবান প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আতঙ্কে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মারমা সম্প্রদায়ের ৫২টি পরিবার গ্রাম ছেড়েছে। এ ছাড়া হ্যাপিহিল পাড়া থেকে ৫৮ জন বম সম্প্রদায়ের নারী-পুরুষ রুমা সদরে আশ্রয় নিয়েছে। রুমা সদরের মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনে অবস্থান নিয়েছেন ৫২ পরিবারের ১৪৬ জন সদস্য। এ ছাড়া হ্যাপিহিল পাড়া থেকে ৫৮ জন বম সম্প্রদায়ের নারী-পুরুষ রুমাু সদরে আশ্রয় নিয়ে বম এসোসিয়েশনে এবং পাইন্দু ইউনিয়নের আশপাশের আরও বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গেল কয়েকদিন ধরে পাহাড়ে অভিযান এবং সশস্ত্র সংগঠন কেএনএফের আতঙ্কের কারণে পাইন্দু ইউনিয়নের হ্যাপিহিল পাড়া, বাসত্লাং পাড়া, আর্থাপাড়া, মুননুয়াম পাড়া ও মুয়ালপি পাড়ার বাসিন্দারা অন্যত্র যাচ্ছেন। রুমা উপজেলা পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং বলেন, বিভিন্ন এলাকার অধিকাংশ গ্রামের জনসাধারণ রুমা সদরের মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ভবন ও বম সম্প্রদায়ের নারী-পুরুষ বম এসোসিয়েশনে আশ্রয় নিয়েছেন। তাদের খাবার, কম্বল ও থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তারা রুমা সদরে অবস্থান করবেন। আতঙ্কিত লোকজন জানায়, কেএনএফ সন্ত্রাসীরা এলাকার লোকদের ভয়ভীতি দেখিয়ে চালসহ টাকা আদায় করে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
তানজিম সাকিবের স্ট্যাটাস/ পক্ষে-বিপক্ষে নানা মত
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই
মুরগির কাছে আর্জি/ দয়া করে বড় বড় ডিম পাড়ো

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]