দেশ বিদেশ
সামনে নির্বাচনী খেলা হবে সেই খেলায় আমরাই জিতবো: শামীম ওসমান
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারনারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ৫৪ জোট ৫২ জোট করে কোনো কাজ হবে না। সামনে যে নির্বাচনী খেলা হবে। সেই খেলাতে জনগণ আমাদের পক্ষে রায় দেবে এবং আমরাই জিতবো, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন। দেশের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শনে এসে তিনি একথা বলেন। শামীম ওসমান বলেন, বিএনপি ১০ তারিখের আগে বলেছিল খালেদা জিয়ার কথায় দেশ চলবে, ১১ তারিখ তারেক জিয়া আসবে। সে সময় আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে। গত রোববার আপনারা রাজশাহীর জনসভা দেখেছেন। সেটা আওয়ামী লীগের জন্য নেগেটিভ জোন।
বিজ্ঞাপন
পাঠকের মতামত
যারা না খেলেই জিতে থাকেন তাদের মত নামরদদের মুখে খেলা হবে খেলা হবে কথা মানায়না।