ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেটে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আবাসন মেলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে সারেগ আবাসন মেলা ২০২৩। সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলা চলবে (সকাল ১১টা থেকে রাত ৮টা) ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) এর সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন। তিনি জানান, সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) সিলেটে বিগত প্রায় ১৬ বছর ধরে আবাসন ব্যবসা এবং ক্রেতাদের স্বার্থে কাজ করে যাচ্ছে। সারেগ এ পর্যন্ত দেশে-বিদেশে ৭টি আবাসন মেলার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ থেকে ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. ৩ (তিন) দিনব্যাপী ‘সারেগ আবাসন মেলা-২০২৩’ এর আয়োজন করা হয়েছে। মেলায় সিলেটসহ ঢাকার প্রতিষ্ঠিত আবাসন ব্যবসায়ী ও নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানান তিনি। দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সুবিধার্থে মেলায় থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ‘সারেগ আবাসন মেলা’ প্রচার ও প্রসারের লক্ষ্যে ৫ দিনব্যাপী শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা থাকবে। মেলাস্থলে প্রত্যেক স্টল ও প্যাভিলিয়ন মালিকদের উৎপাদিত পণ্য সম্পর্কে প্রতিদিন প্রচারণা চালানো হবে।

বিজ্ঞাপন
দিলওয়ার হোসাইন আরও বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে অন্যান্য ব্যবসার চেয়ে আবাসন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে পড়েছে বিনিয়োগকৃত পুঁজি। হাজার হাজার দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে মানুষ, বাড়ছে বাসস্থানের চাহিদা, সরকারের পক্ষে এককভাবে কিছু করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘প্রায় দুই দশক ধরে আবাসন ব্যবসায়ীরা শুধু উচ্চবিত্তই নয় মধ্যবিত্তের নাগালে এক খণ্ড জমি বা একটি ফ্ল্যাটের ব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীরা মুনাফার জন্য ব্যবসা করেন- এটা যেমন সত্য, তেমনি তারা একটি সামাজিক দায়িত্বও পালন করে চলেছেন।’ সারেগ সাধারণ সম্পাদক বলেন,‘বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের অচলাবস্থা বিরাজ করছে। ডেভেলপারদের উৎসে আয়কর বৃদ্ধি, আবাসন খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তারল্য সংকট, সেবা প্রদানকারী সংস্থাগুলোর দীর্ঘসূত্রিতা এবং সমন্বয়হীনতা, নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আবাসন শিল্পকে চরম হুমকির মুখে টেলে দিয়েছে। এই অচলাবস্থা দূরীকরণ ও এই খাতের বিনিযোগকারীদের উৎসাহ প্রদান এবং ক্রেতা সাধারণের আস্থা ফিরিয়ে আনতে আমাদের এই প্রচেষ্টা।’ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এবং সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা ও সম্মিলিত প্রচারণায় আবাসন খাতের গতি ফিরিয়ে আনা দরকার বলে জানান তিনি। ‘সারেগ আবাসন মেলা-২০২৩’ সফলে সবার সহযোগিতা কামনা করেন সারেগ সম্পাদক। ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ‘সারেগ আবাসন মেলা-২০২৩’-এ দর্শক-ক্রেতাদের জন্য প্রতিদিন ফ্রি-র‌্যাফেল ড্র’তে আকর্ষণীয় পুরস্কার থাকবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status