বাংলারজমিন
তিতাসে টেলিফোন অফিসের বেহাল দশা মাদকসেবীদের আস্তানা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতা ও তত্ত্বাবধানের অভাবে কুমিল্লার তিতাসের দোতলাবিশিষ্ট টেলিফোন অফিসটি বেহাল দশায় পরিণত হয়েছে। বোঝার কোনো উপায় নাই যে এটি একটি অফিস। মনে হয় যেন কোন একটি পরিত্যক্ত প্রতিষ্ঠান। নেই কোন সাইনবোর্ড ও নেমপ্লেট। সরজমিন গিয়ে দেখা যায়, ভবনটির সামনে রয়েছে ভাঙাচুরা পরিত্যক্ত একটি টিনশেড পাকা ভবন। তার চারপাশে ময়লা আবর্জনা। মূল ভবনের নিচতলায় দেখা যায় একটি প্লাস্টিক চেয়ারের উপর রাখা আছে একটি টেলিফোন রিসিভার ও দোতলায় রয়েছে ১টি প্লাস্টিক চেয়ার, ১টি পুরনো টেবিল ও ১টি ঘুমানোর চকি। এ ছাড়া আর কিছুই দেখা যায়নি। ফাঁকা পড়ে আছে দোতলাজুড়ে পুরো অফিসটি। এ ছাড়াও এই অফিসটির সেবা ও বেহাল অবস্থার দৃশ্য তুলে ধরে গত কয়েকদিন পূর্বে ফেসবুক লাইভে আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া।