ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

তিতাসে টেলিফোন অফিসের বেহাল দশা মাদকসেবীদের আস্তানা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

কর্তৃপক্ষের অবহেলা, উদাসীনতা ও তত্ত্বাবধানের অভাবে কুমিল্লার তিতাসের দোতলাবিশিষ্ট টেলিফোন অফিসটি বেহাল দশায় পরিণত হয়েছে। বোঝার কোনো উপায় নাই যে এটি একটি অফিস। মনে হয় যেন কোন একটি পরিত্যক্ত প্রতিষ্ঠান। নেই কোন সাইনবোর্ড ও নেমপ্লেট।  সরজমিন গিয়ে দেখা যায়, ভবনটির সামনে রয়েছে ভাঙাচুরা পরিত্যক্ত একটি টিনশেড পাকা ভবন। তার চারপাশে ময়লা আবর্জনা। মূল ভবনের নিচতলায় দেখা যায় একটি প্লাস্টিক চেয়ারের উপর রাখা আছে একটি টেলিফোন রিসিভার ও দোতলায় রয়েছে ১টি প্লাস্টিক চেয়ার, ১টি পুরনো টেবিল ও ১টি ঘুমানোর চকি। এ ছাড়া আর কিছুই দেখা যায়নি। ফাঁকা পড়ে আছে দোতলাজুড়ে পুরো অফিসটি। এ ছাড়াও এই অফিসটির সেবা ও বেহাল অবস্থার দৃশ্য তুলে ধরে গত কয়েকদিন পূর্বে ফেসবুক লাইভে আসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া।

বিজ্ঞাপন
  এলাকাবাসী আক্ষেপ করে জানান, ভবনের পাশে পরিত্যক্ত একটি টিনশেড পাকা ভবনে হরহামেশাই চলছে মাদকসেবীদের আড্ডা, সীমানা প্রাচীর নিচু হওয়ায় ওয়াল টপকে মাদকাসক্তরা আসা-যাওয়া করতে পারে সহজেই। তাছাড়া এই অফিসের গেটের তালা কখন খোলা হয় বা বন্ধ হয় তা সচরাচর চোখে পড়ে না। কোনো এক সময় উপজেলার সরকারি-বেসরকারি অফিসে কিছু সংযোগ থাকলেও এখন বেশির ভাগ টেলিফোন গ্রাহকের সংযোগ অচল। কারণ মুঠোফোন চালুর পর থেকে টেলিফোনের ব্যবহার কমতে কমতে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। এবং সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে টেলিফোনের ব্যবহার নেই বললেই চলে। টিঅ্যান্ডটির গ্রাহক উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান জানান, দুই বছর আমার অফিসের সংযোগ বন্ধ ছিল। এ ব্যাপারে টিঅ্যান্ডটি অফিসের লোকজনকে জিজ্ঞেস করলে তারা সঠিক উত্তর দেয়নি। কিছুদিন হয় আবারো সংযোগ চালু করে দিয়ে গেছে। গেল দুই বছরে আমার মোবাইলে অনেক টাকা গচ্চা গেছে। এ বিষয়ে মোবাইল ফোনে কুমিল্লা এসিস্ট্যান্ট ম্যানেজার মো. কামরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ১৬টি উপজেলার দায়িত্বে আছি। লোকবলের অভাবে আমরা কিছুই করতে পারছি না। আমার তিতাস অফিসে আমাকে ছাড়া আছে মাত্র একজন অপারেটর। কর্তৃপক্ষ যদি কাজ না করে আমাদের কিছুই করার থাকে না। উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status