রাজনীতি
রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভিন্নরকম প্রচারণা
কাজী সোহাগ, রাজশাহী থেকে
(২ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আজকের জনসভাকে ঘিরে ভিন্ন রকম প্রচারণায় নেমেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি। তার প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের অর্জন। গত এক মাস ধরে রাজশাহী জুড়ে বিভিন্ন অলিগলিতে ব্যানার ফেস্টুন লাগিয়েছেন তিনি। ব্যানারে প্রতিমন্ত্রীর প্রচারণার মূল বিষয়বস্তু হিসেবে লেখা রয়েছে- '২০০৯ থেকে ২০২২, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের অর্জন। ধন্যবাদ শেখ হাসিনা, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, পিতার স্বপ্ন বাস্তবায়নে কন্যা। ' প্রতিমন্ত্রীর নাম ও ছবি দিয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। সরজমিনে রাজশাহীতে এমনই এক ব্যানার চোখে পড়ল। সেখানে উল্লেখ করা হয়েছেÑ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। ব্যানারে এই বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেছেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।
এর আগে ২০১৮ সালের ২২শে ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা ময়দানেই আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়েছিলেন শেখ হাসিনা।