ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভিন্নরকম প্রচারণা

কাজী সোহাগ, রাজশাহী থেকে

(১ বছর আগে) ২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

mzamin

রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আজকের জনসভাকে ঘিরে ভিন্ন রকম প্রচারণায় নেমেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি। তার প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের অর্জন। গত এক মাস ধরে রাজশাহী জুড়ে বিভিন্ন অলিগলিতে ব্যানার ফেস্টুন লাগিয়েছেন তিনি। ব্যানারে প্রতিমন্ত্রীর প্রচারণার মূল বিষয়বস্তু হিসেবে লেখা রয়েছে- '২০০৯ থেকে ২০২২, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের অর্জন। ধন্যবাদ শেখ হাসিনা, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, পিতার স্বপ্ন বাস্তবায়নে কন্যা। ' প্রতিমন্ত্রীর নাম ও ছবি দিয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। সরজমিনে রাজশাহীতে এমনই এক ব্যানার চোখে পড়ল। সেখানে উল্লেখ করা হয়েছেÑ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। ব্যানারে এই বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেছেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।

বিজ্ঞাপন
পায়রার উৎপাদিত ১৩২০ মেগাওয়াট এর মধ্যে জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট।  বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার অঞ্চলিক লাইনে। ব্যানারে তিনি আরো বলেছেন, পায়রাতে আরো একটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত  হচ্ছে। ২০২৫ সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরকম শত শত ব্যানার রয়েছে রাজশাহীর বিভিন্ন অলিগলিতে। প্রতিটি ব্যানারে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। সঙ্গে রয়েছে তার নিজের ছবি। রাজশাহীর স্থানীয় নেতারা মানবজমিনকে জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এ ধরনের প্রচারণা রাজশাহীতে প্রশংসিত হয়েছে। উন্নয়নের চিত্র তুলে ধরে মূলত তিনি জনগণকে অভিহিত করেছেন। তারা জানান, অন্যান্য নেতারা নিজেদের প্রচারণা তুলে ধরতেই নানারকম  ব্যানার করেছেন। রাজশাহী মহানগরের বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক তেহজিব মোর্শেদ ঋষভ এ প্রসঙ্গে মানবজমিনকে বলেন, শাহরিয়ার ভাইয়ের এ ধরনের উদ্যোগ সত্যিই খুব প্রশংসা পেয়েছে। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে আমরা সবাই মিলে কাজ করছি। শাহরিয়ার ভাই এক্ষেত্রে ব্যতিক্রমভাবে উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন,স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে যা উন্নয়ন হয়েছে গত ১৪ বছরে প্রতিটি সেক্টরে তার চারগুণ হয়েছে। এ বিষয়টা মাথায় রেখে শাহরিয়ার ভাই প্রচারণায় এ উদ্যোগ নিয়েছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। উল্লেখ্য, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার রাজশাহী আগমন ঘিরে একমাস ধরে নানা প্রস্তুতি শেষ হয়েছে। ঐতিহাসিক মাদ্রাসা (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়) মাঠে আজ বিকেলের জনসভায় তিনি ভাষণ দেবেন। দীর্ঘ ৫ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রীকে সাদরে বরণ করতে প্রস্তুত। বিশেষ করে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে রাজশাহী সাজানো হয়েছে বর্ণিল রূপে। সর্বত্র শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। পাশাপাশি আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে চলছে ব্যাপক প্রচারণা। জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রাজশাহী জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে সবদিক থেকে সমানে প্রস্তুতি নেয়া হয়েছে। টানা একমাস ধরে রাজশাহী নগরী ছাড়াও রাজশাহী বিভাগের সকল জেলা-উপজেলা, গ্রাম ও ওয়ার্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর আগমনী বার্তা পৌঁছানো হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা নিরলসভাবে কাজ করে চলেছেন জনসভা সফলের লক্ষ্যে। জাতীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতারা বলছেন, রাজশাহীতে এবারের জনসভা হবে সর্বকালের মহাসমুদ্র। এই সমাবেশকে ঘিরে নিরাপত্তার চাদরে পুরো রাজশাহী। র‌্যাব, পুলিশ, সকল গোয়েন্দা সংস্থাসহ পুরো আইনশৃঙ্খলা বাহিনী নগরীজুড়ে তৎপরতা বাড়িয়েছে। কয়েক সপ্তাহ আগে থেকেই সমাবেশস্থল মাদ্রাসা মাঠে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 
এর আগে ২০১৮ সালের ২২শে ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা ময়দানেই আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়েছিলেন শেখ হাসিনা।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন/ যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status