ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সিলেট মহানগর বিএনপি’র সম্মেলন ঘিরে প্রার্থীরা মাঠে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার

সিলেট নগর বিএনপি’র সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটে বাছাই হবে নেতৃত্ব। এ কারণে কেন্দ্রের কাছে লবিং না করে ভোটারের কাছে ছুটে যাচ্ছেন   প্রার্থীরা। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা নিজেদের নাম ঘোষণা দিতে শুরু করেছেন। বর্তমান নেতৃত্ব জানিয়েছেন;  ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মহানগর বিএনপি’র কাঙ্ক্ষিত সম্মেলন। আহ্বায়ক কমিটি গঠনের ১৬ মাসের মাথায় নগর বিএনপি’র কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারো সিলেটে বিএনপি’র তরফ থেকে কমিটি গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। বিগত ৬ বছর ধরে ভোটের মাধ্যমেই তারা নতুন নেতৃত্ব বাছাই করছেন। এবার মহানগর বিএনপি’র ২৭ ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ২৫টি ওয়ার্ডে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন  নেতৃত্ব এসেছে।

বিজ্ঞাপন
যে দু’টি ওয়ার্ড বাকি আছে সেগুলোও প্রস্তুত। যেকোনো সময় করা হবে। এখন চলছে গঠন করা কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া। কাউন্সিলে ভোটার সংখ্যা কেমন হবে সেটি নির্ধারণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে- সব প্রস্তুতিই চূড়ান্ত করে রাখছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্‌ সিদ্দিকী। তিনি জানান- ‘একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য সম্মেলন ও কাউন্সিল করতে যা করা প্রয়োজন সবই করা হচ্ছে। এদিকে- মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন প্রার্থী নিজেদের নাম ঘোষণা করে মাঠে সক্রিয় হয়েছেন। আবার নাম ঘোষণা না করেই অনেকেই রয়েছেন মাঠে। সম্মেলনকে ঘিরে মাঠ পর্যায়ের নেতারা সরব। প্রার্থীরা ওয়ার্ড পর্যায়ে গিয়ে বৈঠক করছেন। সভাপতি পদে ইতিমধ্যে প্রার্থীতা ঘোষনা করেছেন বর্তমান আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী। ডিসেম্বরের শেষদিকে তিনি ওয়ার্ড পর্যায়ে নেতাদের নিয়ে বৈঠক করে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। কয়েকদিন আগে একই ভাবে সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। কেন তিনি প্রার্থী হতে চান; এসব বিষয়ও ব্যাখ্যা করেছেন ভোটারের কাছে। এই দুইজনের বাইরে সভাপতি পদে সাবেক সভাপতি নাসিম হোসাইনও প্রার্থী হচ্ছেন। তবে- তিনি এখনো তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে- মাঠ পর্যায়ে কাজ চালাচ্ছেন তিনি। গুঞ্জন রয়েছে সভাপতি পদে প্রার্থী হতে পারেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। জেলা বিএনপি’র সম্মেলনের সময় তিনি প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি। সভাপতি পদে প্রার্থী হচ্ছেন মহানগর বিএনপি’র বর্তমান সদস্য সচিব মিফতাহ্‌ সিদ্দিকী। পংকী ও মিফতাহ্‌র হাত ধরেই এবার মহানগর বিএনপি’র সম্মেলন হতে যাচ্ছে। এক্ষেত্রে মিফতাহর ভূমিকা ছিল প্রশংসনীয়। দলের প্রয়োজনে তিনি কাজ করেছেন বলে নেতাকর্মীরা মনে করছেন। এছাড়া- সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে- এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি অনেক আগে থেকেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। সিলেট সিটি করপোরেশনের টানা চারবারের কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বর্তমান কমিটির যগ্ম আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, যগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির শাহীন, জিয়াউল গনি আরেফিন জিল্লুরও প্রার্থী হচ্ছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। অতীতে ছাত্রদলের রাজনীতিতে এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সাংগঠনিক সম্পাদক পদেও সাবেক ছাত্রদল নেতাদের নাম বেশি। এখনো আনুষ্ঠানিকভাবে কেউ নাম ঘোষণা করেননি। কয়েক মাস ধরে মাঠে সক্রিয় রয়েছেন ছাত্রদলের সাবেক নেতা রেজাউল করিম নাচন। ওয়ার্ড সম্মেলন গঠন সহ নানাভাবে বর্তমান আহ্বায়ক কমিটিতে ভূমিকা রাখছেন নাচন। এছাড়া- মহানগর বিএনপি নেতা মাহবুব কাদির শাহী, আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, মখলিস খান ও আক্তার রশীদ চৌধুরীর নাম সাংগঠনিক সম্পাদক পদে শোনা যাচ্ছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status