ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাকশাল হচ্ছে আরেকটি ভোট চুরির মেশিন  ১৯৭৫ সালের এ দিনে বাকশালের মাধ্যমে নির্বাচনে যাতে তাদের যেতে না হয়  সেজন্য সব দল বন্ধ করে তারা  একদল করেছিল। অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যেতে তাদের কোনো ইচ্ছা ছিল না। সঙ্গে সঙ্গে তারা আইনের শাসনকে নিজের হাতে নিয়ে ফেলেছিল। আইনের শাসনের অধিকার তারা কেড়ে নিয়েছিল। গণমাধ্যমের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল।  আজকেও গণমাধ্যমের স্বাধীনতা নাই। সেদিনও গণমাধ্যমের গলা টিপে ধরেছিল। সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। চারটি  সরকারি পত্রিকা রাখা হয়েছিল। গণমাধ্যমকে নিয়ন্ত্রণের মাধ্যমে সেদিন তারা লুটপাটে নেমেছিল বাকশালের নাম দিয়ে।

বিজ্ঞাপন
ব্যাংক ডাকাতি করেছিল। তখন ছিল গণডাকাতি। আর এখন চলছে ডিজিটাল ডাকাতি।
তিনি গতকাল চট্টগ্রাম নগরের  কাজীর দেউড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়ন,  গণতন্ত্র হত্যা দিবস পালন  ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি কেন্দ্র ঘোষিত এই সমাবেশের আয়োজন করে। 
আমীর খসরু বলেন, যে দলের নেতাকর্মীরা ভোট চুরি, ব্যাংক লুট, টেন্ডার, জায়গা দখলে ব্যস্ত তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। তারা ভিন্ন প্রক্রিয়ার  নতুন রাজনীতি সৃষ্টি করেছে। এ রাজনীতি আওয়ামী মডেলের লুটপাটের, অর্থনীতি, রাজনীতি। রাজনৈতিকভাবে তারা আজ সম্পূর্ণভাবে পরাজিত। তাদের সমর্থনকারী কোনো মানুষ নেই আজ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী  বসবাস করছে। আপনারা  আরও একা হয়ে  যাবেন। তখন আর জনগণের কাছে যেতে পারবেন না। আপনাদের আশ্রয়স্থল আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কিছু কর্মকর্তা, দুর্নীতিবাজ  ব্যবসায়ীরা। তারা কি আপনাদের  বাঁচাতে পারবে? তারা কি রক্ষা করতে পারবে?’ তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী একটি অংশ সংবিধানকে সুরক্ষা দেয়ার পরিবর্তে জনগণকে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করছে। 
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের একটি কর্মসূচিকে নিয়ে ৪টি মামলা হয়েছে। মাহবুবে রহমান শামীম, ড. শাহাদাত, বক্কর, দিপ্তীসহ শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি’র সিদ্ধান্ত হচ্ছে সাংবিধানিক, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ  উপায়ে এ  সরকারের পতন ঘটাতে হবে। বিএনপি সে রাস্তায় চলছে। আওয়ামী সন্ত্রাসীদের বাধা উপেক্ষা করে আমাদের যে বিভাগীয় সভা সফল হয়েছে। হামলা, মামলাকে উপেক্ষা করে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে বিএনপি’র নেতাকর্মীরা  সমাবেশ সফল করেছে।  
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে   বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ভিপি হারুনুর রশীদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বক্তব্য রাখেন।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status