রাজনীতি
খেলা যখন হবে কোথায় যাবে এই গণজোয়ার: ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
(৬ দিন আগে) ২৫ জানুয়ারি ২০২৩, বুধবার, ১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা তো এখনো শুরু করিনি, মাত্র সূচনা। খেলা যখন হবে কোথায় যাবে এই গণজোয়ার! এখন নেতাকর্মীরা আছে, জনগণ নাই। পাবলিক ভালো আছে, বিএনপির মন খারাপ। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়, বাকশাল হচ্ছে জাতীয় দল। এটা একদল নয়, সব দল-সব মতকে নিয়ে বাকশাল। লজ্জা করে না! জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন, ডকুমেন্ট আছে। আপনাদের প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে বাকশালে যোগ দেন, সেই বাকশালকে আপনি একদল বলছেন। তিনি আরও বলেন, 'কৃষক শ্রমিক আওয়ামী লীগ; সারের দাবি করা কৃষকদের আপনারা গুলি করে মেরেছিলেন, কৃষক আপনাদের পছন্দ না। শ্রমিক আন্দোলন করেছিল মজুরির দাবিতে।
পাঠকের মতামত
চোরে না শোনে ধর্মের কাহিনী তাই খেলা হবে কথা টি চলবেই।
মৃত্যুর দুয়ার থেকে কি মিথ্যা বলার ছুড়ি ধারালো করে এসেছেন??
যে সরকার বছরের শুরুতে ছাত্র ছাত্রিদের হাতে পুরো বই দিতে পারেনা সেই সরকারের উন্নয়নের গল্প কানাকে হাইকোর্ট দেখানোর মতন
একজন সরকারের দায়িত্বশীল নেতার পক্ষে এরূপ ভাষা প্রয়োগ করা কি ঠিক ? এ কথা শামীম ওসaমানের মুখেই শোভা পায় কিন্তু একজন দায়িত্বশীল পদে থেকে আগডুম বাগডুম কথা না বলাই ভাল। কারণ স্মার্ট যুগ, বাচ্চার আবার কখন ইউটিউব মন্ত্রী বলে শ্রদ্ধা করে, সেটারই ইঙ্গিত দেয়।
ওবায়দুল কাদের কি বোঝেন না যে ‘গনজোয়ার’ শব্দটা একটা পজেটিভ শব্দ আর ওঃ কাদের এর বহু ব্যবহৃত, বহুকাংখিত শব্দ ‘খেলা’ হবে একটি নিগেটিভ শব্দ। রাজনীতির মাঠে খেলা হবে শব্দটা একটা মাস্তানদের ভাষা। এই মাস্তানী করে আর কতদিন চলবেন? ভালো হউন, ভালো হইতে পয়সা লাগেনা।
আমরা সাধারণ জনগণ/পাবলিক ভালো নাই।ভালো আছেন শুধু মাত্র আপনারা যারা --------------------।
হত্যা গুম হামলা মামলা ছাড়া আপনাদের হাতে রাজনীতির কোন খেলা অবশিষ্ট নাই। ভয়ের পরিবেশ সৃষ্টি করে গত ১৩ বছর পার করেছেন। দেশের মানুষ এসব কুকর্মের অবসান চায়। বন্ধ করুন পরোক্ষ এসব হুমকি ধমকি।
মাননীয় মন্ত্রী আপনার খেলার এই ডায়ালগ কথাটি সাধারণ মানুষ ভালভাবে নিচ্ছেনা । তাই অনুরোধ করব এই শব্দটি পরিহার করুন।