ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

চাঁপাই নবাবগঞ্জ-২ উপনির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, বুধবার

চাঁপাই নবাবগঞ্জ-২ (নাচোল-গোমমস্তাপুর-ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত  নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এছাড়াও ওই প্রার্থীর কর্মীদেরকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট ও তার  ছেলে মো. আহসান উদ্দীন সরকার। গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারের নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় আপেল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. আহসান উদ্দীন সরকার বলেন, গত রোববার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজারে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ আপেল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং  ভোটারদেরকে ভয়ভীতি দেখান। তিনি আরও বলেন, সোমবার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আপেল প্রতীকের কর্মী মো. হাবিবুল্লাহকে আওয়ামী লীগের কর্মী মেহেদী, আনারুল, মিলন অতর্কিত হামলা করে। স্থানীয়রা পরে তাকে উদ্বার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে আপেল প্রতীকের কর্মী-সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে মো. আহসান উদ্দীন সরকার বলেন, গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের আড্ডা বাজার ও জিনারপুর বাজার এবং রাধানগর ইউনিয়নের ডুবার মোড়ে আপেল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেছে ও পোস্টার নামিয়ে নিয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের সমর্থকরা। আমরা রিটার্নিং কর্মকর্তাকে এসব বিষয় নিয়ে লিখিত অভিযোগ দিয়েছি।

বিজ্ঞাপন
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে শিগ্‌গিরই আমি সংবাদ সম্মেলন করে আমার বক্তব্য দিবো। চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, অভিযোগের কপি এখনও হাতে পায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদীয় আসন চাঁপাই নবাবগঞ্জ-২ থেকে বিএনপি’র সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১লা ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status