রাজনীতি
ক্ষমা চাইলেন রাঙা, এককভাবে নির্বাচনে যাবে জাপা
নাইম হাসান
(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এরই ধারাবাহিকতায় ৩০০ আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে তার কার্যালয়ে সংসদীয় দলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ বৈঠকের দিনেই দল থেকে বহিস্কার হওয়া মশিউর রহমান রাঙা দলের চেয়ারম্যান জি এম কাদেরের কাছে ক্ষমা চেয়েছেন। রাতে মশিউর রহমান রাঙা বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, সংসদ ভবনে জি এম কাদেরের কক্ষে গিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। তবে রাঙার বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। দলের প্রেসিডিয়ামের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
ওদিকে দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে দলের এমপিদের নিয়ে বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠকে ২৬ জন সংসদ সদস্যের মধ্যে ১৮জন উপস্থিত ছিলেন। এসময় আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ দলের ঐক্য ধরে রাখার কথা বলেন। তারা বলেন, শীর্ষ নেতৃত্বে কোন্দল থাকলে জাপাকে কোনোভাবেই এগিয়ে নেয়া যাবে না।
সূত্র আরো জানায়, বৈঠকে রওশন এরশাদ বলেছেন আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। একসঙ্গে পথ চলছি, চলবো। আপনারাও ঐক্যবদ্ধভাবে চলুন। এলাকায় কাজ করুন। সামনের উপ-নির্বাচন গুলোতে যেন পার্টির প্রতিনিধিরা বিজয় লাভ করতে পারে সেজন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা দলকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় যেতে চাই। এজন্য মিলে-মিশে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় দলের উপনেতা জি এম কাদের, ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মো. মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, সৈয়দ আবু হোসেন বাবলা, নাসরিন জাহান রতনা, পীর ফজলুর রহমান, গোলাম কিবরিয়া টিপু, আহসান আদেলুর রহমান, মো. নূরুল ইসলাম তালুকদার, শামীম হায়দার পাটোয়ারী, মো. রুস্তম আলী ফরাজী, রানা মোহাম্মদ সোহেল, পনির উদ্দিন আহমেদ, রওশন আরা মান্নান, বেগম শেরীফা কাদের, নাজমা আকতার।
পাঠকের মতামত
awami vs awami jatyo party
জাতি রৌশন এরশাদকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়।
Nasty political party in bangladesh. They don't do politics for the country.
একসঙ্গে পথ চলছি,চলবো, হ্যা হ্যা। ভূল বলেছেন। বলুন আওয়ামী লীগ তা বলে তাই করব।