রকমারি
টিকিট পরীক্ষকের ধমক
রাগে রেলস্টেশনই অচল করে দিলেন যুবক!
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন

শুক্রবার সন্ধ্যা। হুলুস্থুল পড়ে যায় ভারতের পুণে জংশন স্টেশনে। সব থামিয়ে প্লাটফর্মে চলে তল্লাশি। কিন্তু হঠাৎ তল্লাশি কেন? কারণ ফোনে কেউ একজন হুমকি দিয়েছে- স্টেশনে বোমা রাখা আছে। এরপরই শুরু হয় দৌড়াঝাঁপ। তবে বোমার সন্ধান আর মেলেনি। এই ঘটনায় পুলিশ আটক করে এক যুবককে। যে ভুয়া বোমাতংক ছড়িয়েছিল। কিন্তু ঠিক কী কারণে এই কাজ করলেন তিনি? তার জবাবে সবার চোখ কপালে। হতবাক পুলিশ। যুবক স্বীকার করেন, ট্রেনে রেল পুলিশের এক কর্মীর সঙ্গে তীব্র ঝগড়া হয় তার।
বিজ্ঞাপন