ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে গণঅধিকারের অনীহা

নাইম হাসান

(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৫ অপরাহ্ন

mzamin

ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে আজ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিক্ষোভ সমাবেশটি সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে। গণতন্ত্র মঞ্চ আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণ করছে না গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের শীর্ষ পর্যায়ের নেতারা মানবজমিনকে জানিয়েছেন, গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের চেয়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কাঠামো অনেক ভালো। সমাবেশে দলের লোকসমাগমও অনেক বেশি হয়। তবে গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারা গণঅধিকার পরিষদকে তেমন মূল্যায়ন করছে না। তারা ভাবেন- এটা একটা নতুন দল। এই বিষয়টি নিয়ে আমাদের তরুণ নেতৃবৃন্দরা অনেকটা হতাশ।

এছাড়া গত ১১ই জানুয়ারি যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর দেশে এসে সরাসরি প্রেস ক্লাবের সমাবেশে যোগদান করার কথা ছিলো। এই কারণে তিনি এয়ারপোর্টেও মিডিয়ায় কথা বলেননি। গণঅধিকার পরিষদের নেতারা জানান, নুরের সমাবেশে অংশগ্রহণ করার বিষয়টি গণতন্ত্র মঞ্চের অন্য নেতাদের জানালেও তারা সমাবেশ দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করে দেন। এই কারণে নুর সমাবেশে যোগদান করতে পারে না।

বিজ্ঞাপন
এসব কারণে গণতন্ত্র মঞ্চের নেতাদের মাঝে এক ধরনের টানাপোড়েন শুরু হয়। ফলে দলীয় বৈঠকে  আজকের এই সমাবেশে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় গণঅধিকার পরিষদ।

আজকের কর্মসূচিতে গণঅধিকার পরিষদ যোগ দেবে না জানিয়ে সংগঠনটির যুগ্ম আহবায়ক রাশেদ খান মানবজমিনকে বলেন, আমাদের যেহেতু একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে উত্থান হয়েছে, আন্দোলনটা সামনের দিকে কিভাবে এগিয়ে নিতে হবে এক্ষেত্রে আমাদের একটা অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা সবার শোনা উচিত এবং আমাদের মূল্যায়ন করা উচিত। ২০-৩০ বছর আগে যারা আন্দোলন করেছেন, সেটার প্রেক্ষাপট ভিন্ন ছিলো এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ২০১৮ সাল থেকে আমরা রাজপথে কয়েকটা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা সফল হয়েছি। সেক্ষেত্রে আমি মনে করি তরুণদেরকে প্রাধান্য দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। দলে তরুণদের মূল্যায়নের জায়গাটা একটু বাড়ানো দরকার।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status