ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রামগঞ্জে এলডিপি নেতা সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর, আহত ১০

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৮ জানুয়ারি ২০২৩, রবিবার

লক্ষ্মীপুরের রামগঞ্জে এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব-করপাড়া গ্রামে সেলিমের নিজ বাড়িতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময় অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছে  বিএনপিকর্মী আব্দুল কুদ্দুস, কাদের, দুলাল হোসেন, আবু মিয়া, রাজ্জাকসহ বাড়ির প্রায় ৮/১০ জন। এদিন, রামগঞ্জ উপজেলা বিএনপি  নেতাকর্মীদের সাথে শাহাদাত  সেলিমের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন এলডিপি নেতা সেলিম। শাহাদাত হোসেন সেলিম বলেন, রামগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিকালে আমার বাড়িতে আসার কথা ছিল। সেখানে তাদের সঙ্গে শুভেচ্ছা  ও মতবিনিময় হওয়ার কথা ছিল। কিন্তু সভা শুরুর আগেই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিমের  নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করে। এ সময়  চেয়ার ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। উপজেলা বিএনপি সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার (ভিপি) জানান,  সরকার দলীয় জোটের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর  হামলা-মামলা চালিয়ে রাজপথে বিএনপি’র নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে। জানতে চাইলে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হোসেন বলেন, এলডিপি নেতা শাহাদাত সেলিমের বাড়িতে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য বহিরাগতরা জড়ো হচ্ছিলো। পাশেই আওয়ামী লীগের প্রতিবাদ সভা ছিল। তার বাড়িতে আওয়ামী লীগের লোকজন কোনো হামলা চালায়নি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন জানান, নিজেদের দলীয় কোন্দলের জেরে বিএনপি’র  লোকজন নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ছাড়াও শাহাদাত  হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপি বিএনপি জোটের শরিক হিসেবে মাঠে রয়েছেন। রামগঞ্জে বিএনপি’র একটি অংশ সরাসরি সেলিমের সঙ্গে রাজনীতি করছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status