রকমারি
কোভিড কেড়ে নিয়েছিলো স্ত্রীকে, তারপর কি করলেন কলকাতার ৬৫ বছর বয়সী এক ব্যক্তি?
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

স্ত্রীকে সর্বক্ষণ কাছে রাখতে তাঁর একটি সিলিকনের প্রতিমূর্তি তৈরী করিয়েছেন এই প্রৌঢ়
প্যারিসে মাদাম তুসোয় শোভা পায় মহাত্মা গান্ধী, অমিতাভ বচ্চন এবং শচীন টেন্ডুলকারের মোমের মূর্তি। কলকাতার মোমের মিউজিয়ামে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শাহরুখ খান, সালমান খান। কোভিড মহামারীর দ্বিতীয় তরঙ্গের সময় কলকাতার কইখালী অঞ্চলের বাসিন্দা তাপস সান্দিল্য তাঁর প্রাণাধিক প্রিয় স্ত্রী ইন্দ্রাণীকে হারিয়েছিলেন। কিন্তু কথায় বলে ভালোবাসা মরেও মরে না, আর তাই স্ত্রীকে সর্বক্ষণ কাছে রাখতে তাঁর একটি সিলিকনের প্রতিমূর্তি তৈরী করিয়েছেন এই প্রৌঢ়। ভিআইপিতে ইন্দ্রাণীর প্রিয় স্থান তাঁদের বাসায় একটি সোফার ওপর মূর্তিটি বসানো হয়েছে। আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত মূর্তিটি - আশ্চর্যজনকভাবে অত্যন্ত প্রাণবন্ত। প্রতিবেশী এবং বাইরে থেকে আসা অতিথিরা প্রায়শই ইন্দ্রানী দেবীর সিলিকনের মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন। ৬৫ বছর বয়সী তাপস সান্দিল্য একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারী। তিনি যেখানে থাকেন সেটি মূলত বাঙালি পাড়া। তাপস বাবু যদিও বলেছেন কোনোরকম মনোযোগ আকর্ষণের জন্য বা মিডিয়ায় প্রচার পাবার জন্য তিনি এই কাজ করেননি।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া