ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন

স্টাফ রিপোর্টার
১ জানুয়ারি ২০২৩, রবিবার
mzamin

আগামীকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে দলটি। একই সঙ্গে নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবিও উপস্থাপন করা হবে। গতকাল পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি উন্নত দেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে। নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবিও উপস্থাপন করা হবে। দলের আমীর তৃণমূলের নেতৃত্বের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করবেন।  

বিএনপি’র ২৭ দফার সঙ্গে ইসলামী আন্দোলনের ১৯ দফার কোনো যোগসূত্র আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘তারা তো দিয়েছে রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা। কিন্তু আমরা মনে করি, অতীতে যারা রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করেছে, তাদের দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামত হবে না।

বিজ্ঞাপন
আজ ১লা জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরার সভা হবে জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। আমরা দেশের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম। আমাদের লক্ষ্য সাফল্যের মাত্রা স্পর্শ করেছে। সম্মেলনে আমীর আসন্ন নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্দেশনা প্রদান করবেন। নির্বাচনী লক্ষ্যমাত্রা বেঁধে দেবেন। জোট-মহাজোটের বাইরে ইসলামী আন্দোলন বিকল্প জনশক্তি গড়ে তোলার কাজ করছে জানিয়ে দলের যুগ্ম মহাসচিব বলেন, আমরা দেশের প্রায় সব রাজনৈতিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ আলাপ করেছি। বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আগামীর পরিকল্পনায় সহযোগী হওয়ার বিষয়ে একধরনের বোঝাপড়া হয়েছে। 

সম্মেলনে সে বিষয়ে একধরনের প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ। সম্মেলনে দেশের অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ নিবন্ধিত, অনিবন্ধিত এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে এমন সব রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সম্মেলনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আমাদের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অভ্যর্থনা, নিরাপত্তাসহ সামগ্রিক ব্যবস্থাপনা শেষ হয়েছে। দীর্ঘ দৌড়ঝাঁপের পর অবশেষে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার ব্যাপারে প্রশাসনের সম্মতি পাওয়া গেছে। আমরা লিখিত আবেদন করেছিলাম এবং ডিএমপি কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status