ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

যেমন আছেন মিরানা জামান

মুজাহিদ সামিউল্লাহ
১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
mzamin

শিল্পীর জীবন বহতা নদীর মতো। থেমে থাকা তাদের অভিধানে নেই। দর্শকদের ভালোবাসা তাদের জীবনে সঞ্জীবনী সুধার মতো। তাইতো ৮৬ বছর বয়সে এসেও মিরানা জামান মননে-মানসিকতায় আজও তারুণ্যকে ধারণ করেন। কেমন আছেন এখন এই অভিনেত্রী? মিরানা জামান বলেন, সবার দোয়া ও ভালোবাসায় বেশ আছি। আমি সার্থক অভিনয় জীবনে, কারণ এ প্রজন্ম আমাকে মনে রেখেছে। হয়তো বয়সের স্বাভাবিক নিয়মে আমিও আজ ঘরবন্দি। অভিনয় জীবনের ফেলে আসা সোনালী অতীতকে মনে করেই দিন চলে যায়। কি পেলাম কী হারালাম সে হিসাব আমি কোনোদিন করিনি। এক মনে কাজ করে গেছি।

বিজ্ঞাপন
১৯৩৬ সালের ২৫শে ডিসেম্বর এ অভিনেত্রীর জন্ম। অভিনয়ের সম্পৃক্ততা ‘বেতার’র মাধ্যমে ১৯৬২ সালে। তিনি টিভিতে প্রথম অভিনয় করেন সৈয়দ মুস্তাফা মনোয়ারের নির্দেশনায়। সে কথা বলতে গিয়ে মিরানা জামান বলেন, সে কী ভালোবাসা, ভালোলাগা অভিনয়কে ঘিরে। সে সময়ে অন্যরকম আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। 

নাট্যকার-নির্দেশকরা হাত ধরে ধরে শিখিয়ে দিতেন অভিনয়। মাঝে মাঝে অতীতের ফেলে আসা ঝাঁপি খুলে বসি। খুব ইচ্ছা করে সহশিল্পীদের দেখতে। শর্মিলী’র মৃত্যু আমাকে অনেক ব্যথিত করেছে। কারণ সে আমাকে আপন বড় বোনের মতো শ্রদ্ধা করতো। সমসাময়িক অনেকেই আজ বেঁচে নেই। আমিও তৈরি হচ্ছি তাদের সঙ্গে দেখা করার জন্য। মিরানা জামান বলেন,  রুপালি পর্দায় আমার অভিষেক হয় ১৯৬৮ সালে ‘যাহা বাজে সেহনাই’ ছবির মধ্যদিয়ে। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘সন্তান’ সিনেমায় মা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলাম। রেডিও টেলিভিশন ও রুপালি পর্দায় অসংখ্য কাজ করা হয়েছে। সর্বশেষ শিখণ্ডী, গেরিলা সিনেমায় কাজ করেছিলাম। মিরানা জামান কষ্ট নিয়ে বলেন, অভিনয়ের ক্ষুধা আজও রয়েছে। কিন্তু শারীরিক সক্ষমতা এখন আর নেই।
 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status