প্রথম পাতা
বিদেশ সফর বন্ধে হঠাৎ কেন হার্ডলাইনে সরকার
সিরাজুস সালেকিন
১৮ মে ২০২২, বুধবার
বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ক্ষেত্রেও একই আদেশ জারি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এসব নির্দেশনা দেয়। নির্দেশনায় কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটের কথা বলা হলেও এর পেছনে ভিন্ন কারণ দেখছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে এই ইস্যুতে সরকারের হার্ডলাইনে যাওয়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন, করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় দুই বছর বৈদেশিক ভ্রমণ সীমিত অবস্থায় ছিল। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণও হঠাৎ করে বেড়ে গেছে। প্রতিদিন প্রায় শতাধিক সরকারি আদেশ জারি হচ্ছিল বিভিন্ন মন্ত্রণালয় থেকে। যেখানে প্রয়োজনীয় সফরের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক সফরও রয়েছে। এরই প্রেক্ষিতে সরকার কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণ করতে চাইছে। সরকারি কর্মকর্তাদের সফর বন্ধে আর্থিক সংশ্লিষ্টতার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এসব সফরের উদ্দেশ্য ও ধরন নিয়ে।
উল্লেখ্য, গত ১২ই মে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের কথা জানিয়ে পরিপত্র জারি করে অর্থ বিভাগ। পরিপত্রে বলা হয়, কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এর আগে ১১ই মে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে সেদিন তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, এখন থেকে কোনো প্রয়োজন না থাকলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, তাহলে তারা যাবেন। অন্যথায় কেউ যাবেন না। সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখার এক পরিপত্রে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করার কথা বলা হয়েছে।
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]