ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ক্যামেরাকে ধোঁকা দিতে 'অদৃশ্য পোশাক' আবিষ্কার করে ফেললো চীনা শিক্ষার্থীরা

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২২, শনিবার, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

চীনা শিক্ষার্থীরা এমন এক পোশাক আবিষ্কার করেছেন, যা পরলেই আপনি ক্যামেরার চোখে গায়েব হয়ে যাবেন! হংকং-ভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট (SCMP) জানিয়েছে যে 'ইনভিসডিফেন্স' নামের কোটটি, যদিও মানুষের চোখে দৃশ্যমান কিন্তু দিনের বেলা ক্যামেরার চোখে ধরা পড়বে না। আবার রাতে ইনফ্রারেড ক্যামেরাকে ধোকা দিতে এতে রয়েছে তাপ উৎপন্নকারী উপাদান। পোশাকটির দামও খুব বেশি না। দৃশ্যতই এই পোশাক  নিরাপত্তা ক্যামেরা থেকে মানবদেহকে আড়াল করতে পারে। অর্থাৎ পড়ুয়াদের তৈরি এই ‘অদৃশ্য ক্লোক’ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা পরিচালিত করা নিরাপত্তা ক্যামেরা থেকে মানবদেহকে দিনে বা রাতে লুকিয়ে রাখতে পারে।  SCMP রিপোর্ট করেছে যে এই স্নাতক ছাত্রদের কাজও Huawei Technologies Co. এর একটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ঝেং, যিনি এই প্রকল্পের তত্ত্বাবধান করেছিলেন, SCMP কে বলেছেন- " এই পোশাক পরে থাকলে ক্যামেরা ব্যক্তিটির উপস্থিতি ক্যাপচার করতে  পারবে তবে এটি একজন মানুষ কিনা তা বলতে সক্ষম হবে না"। আজকাল, অনেক নজরদারি ডিভাইস মানবদেহ শনাক্ত করতে পারে। রাস্তায় থাকা ক্যামেরাগুলিতে পথচারীদের সনাক্তকরণ ফাংশন রয়েছে এবং স্মার্ট কারগুলি পথচারী, রাস্তা এবং বাধাগুলি শনাক্ত করতে পারে। আমাদের ইনভিসডিফেন্স নামের কোটটি পরে থাকলে আপনাকে  ক্যামেরা  ক্যাপচার করতে পারবে  , কিন্তু আপনি মানুষ কিনা তা বলতে পারবে  না।

বিজ্ঞাপন
''কোটটির পৃষ্ঠে একটি বিশেষভাবে ডিজাইন করা ক্যামোফ্লেজ প্যাটার্ন রয়েছে যা এটি ডিভাইসের স্বীকৃত অ্যালগরিদমকে বিভ্রান্ত করতে সহায়তা করে। রাতে, যখন ক্যামেরা  তাপ নির্গমন শনাক্ত করে এবং এটিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে, তখন ক্লোকটি এটিকে বোকা বানানোর জন্য একটি অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে। InvisDefense-এর সম্পূর্ণ সেটটির দাম প্রায় ৭০ ডলার এবং এতে প্যাটার্ন প্রিন্ট করার খরচ ছাড়াও চারটি তাপমাত্রা নিয়ন্ত্রণ মডিউল রয়েছে, যা বেশ সস্তা। গবেষক দলের আশা পোশাকটি "ড্রোন-বিরোধী যুদ্ধ বা যুদ্ধক্ষেত্রে মানব-মেশিন সংঘর্ষের সময়" এর উপযোগিতা প্রমাণ করবে।

সূত্র : হিন্দুস্থান টাইমস
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status