ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

শেষ মুহূর্তে বাতিল সুনীতা উইলিয়ামসের মহাকাশ মিশন

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ১:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ন

mzamin

শেষ মুহূর্তে বাতিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভশ্চর সুনীতা উইলিয়ামসের মহাকাশ মিশন। মঙ্গলবারই তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দেয়ার কথা ছিল তার। যদিও মহাকাশে ডানা মেলার আগেই যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত হলো মহাকাশযাত্রা। মহাকাশ অভিযানে একের পর এক রেকর্ড গড়ার পর আবারও মহাকাশে উড়তে প্রস্তুত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী ক্যাপ্টেন সুনিতা উইলিয়ামস। এবার একেবারে নতুন এক মহাকাশযান ‘বোয়িং স্টারলাইনারে’ ওড়ার কথা ছিল তার। নতুন মহাকাশযানে ওড়ার অভিজ্ঞতা তার নেই, তবে তিনি জানিয়েছেন, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার যেন তার কাছে বাড়ি ফেরার মতো। কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দেবার কথা ছিলো এই মহাকাশযানের। বোয়িং স্টারলাইনারের মাধ্যমে প্রথমবারের মতো মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে Boe-OFT এবং ২০২২ সালে Boe-OFT2 চালু হয়েছিল। স্টারলাইনার মিশনে এক বিলিয়ন ডলারের বেশি খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
 

২০১১ সালে, NASA তার স্পেস শাটল ফ্লিট থেকে অবসর নিয়েছে। এর পরে, নাসা কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম চালু করে, যার অধীনে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স এবং বোয়িং মহাকাশযান তৈরি করছে। ৫৯ বছর বয়সী সুনিতা উইলিয়ামস এ পর্যন্ত দুবার মহাকাশে ভ্রমণ করেছেন। এর আগে ২০০৬ ও ২০১২ সালে তিনি মহাকাশে গিয়েছিলেন। নাসা অনুসারে, তিনি মহাকাশে মোট ৩২২ দিন কাটিয়েছেন। ২০০৬ সালে, সুনিতা ১৯৫ দিন মহাকাশে এবং ২০১২ সালে ১২৭ দিন কাটিয়েছিলেন। এনডিটিভি-কে সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, গণেশকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন তিনি। তাই এবার তিনি গণেশ মূর্তি নিয়ে যেতে চান মহাকাশে। এর আগে ভগবৎ গীতাও নিয়ে গিয়েছিলেন তিনি। ৫০ ঘণ্টা ৪০ মিনিট স্পেসওয়াক করার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। সুনিতা উইলিয়ামসের বাবা ছিলেন একজন নিউরোঅ্যানাটোমিস্ট, যিনি গুজরাটের মেহসানা জেলার ঝুলাসনে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং স্লোভেনীয় বনি পান্ড্যাকে বিয়ে করেন। বোয়িং এর মতে, ক্রু স্পেস ট্রান্সপোর্টেশন (সিএসটি)-১০০ স্টারলাইনার মহাকাশযানটি নিম্ন-পৃথিবী কক্ষপথে মিশনের জন্য সাতজন যাত্রীর জন্য ডিজাইন করা হয়েছিল। এটি এক দশকেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছে। সুনিতা উইলিয়ামস বলেছেন যে, মহাকাশে তার মিশনের দিনগুলো মজাদার হতে চলেছে। কারণ তিনি একটি নতুন মহাকাশযান পরীক্ষা করার জন্য মহাকাশে উড়ছেন। তবে আজ লিফ্ট-অফের ঠিক ৯০ মিনিট আগে, অ্যাটলাস ভি রকেটের উৎক্ষেপণ বন্ধ করে দেয়া হয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ঘোষণা করেছে যে অক্সিজেন রিলিফ ভালভে সমস্যার কারণে আপাতত স্থগিত করা হলো এই মিশন।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status