খেলা
‘বোলিং অলরাউন্ডার নয়, মিরাজ এখন ব্যাটিং অলরাউন্ডার’
স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
বোলিং অলরাউন্ডার নয়, মিরাজকে এখন ব্যাটিং অলরাউন্ডার ভাবতে হবে- এমনটি বললেন স্বয়ং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ভারতের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে অসাধারণ ব্যাটিংয়ের কারণেই মিরাজের জন্য তার এমন মূল্যায়ন। টানা দুই ওয়ানডেতে ব্যাট হাতে ম্যাচজয়ী ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। টানা দুই সাফল্যে সিরিজ জয়ও নিশ্চিত বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানের সঙ্গে অবিশ্বাস্যভাবে ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে বুধবার ৬৯ রানে ৬ উইকেট পড়ার পর ক্রিজে গিয়ে খেলেন ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস। আট নম্বরে নেমে যা ওয়ানডে ইতিহাসের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। আর গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ বলেন, ‘প্রথম ম্যাচে শেষ জুটিতে পঞ্চাশের বেশি করে জয়। কালকে ৬ উইকেট পড়ে যাওয়ার পর আমরা কেউ আশা করিনি বা বাংলাদেশের কেউ হয়তো আশা করেনি যে এত রান করতে পারব। ভেবেছিলাম ২২০-২৩০ করতে পারলেও অনেক ভালো হবে। সেখান থেকে ২৭১ করতে পারা আমাদের দারুণ চরিত্রই ফুটিয়ে তোলে। মিরাজ অনেক পরিণত হয়েছে। আমরা সবসময় মিরাজকে বোলিং অলরাউন্ডার চিন্তা করি, এখন ওকে ব্যাটিং অলরাউন্ডার ভাবতে হবে সত্যি কথা বলতে।’ টিম ডিরেক্টরের পদে থাকলেও এই সিরিজে দলের সঙ্গে খালেদ মাহমুদের না থাকাটা জন্ম দিয়েছে অনেক প্রশ্ন ও কৌতূহলের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সিরিজ শুরুর আগে শুধু বলেছিলেন, খালেদ মাহমুদ নিজে থেকে বিরতি নিচ্ছেন। সুনির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি। গতকাল খালেদ মাহমুদ, ‘এমন কোনো কারণ নেই। অনেক ব্যস্ততা ছিল। সত্যি কথা বলতে, নিজেরও তো কাজ আছে। সামনে অনেক খেলা আছে। এজন্যই একটা বিরতি নেওয়া আসলে। এবার ঘরের মাঠে সিরিজ। দেশের বাইরে সিরিজে বেশি দরকার হয়। এখানে তো আমরা সবাই আছি কাছাকাছিই। ড্রেসিং রুমে যাওয়ার অনুমতি না থাকলেও ড্রেসিং রুমের ওপরেই আছি। কাছাকাছিই আছি বলে এই সিরিজ করিনি।’