ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সারা দেশে ধরপাকড়

বাংলারজমিন ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
mzamin

সারা দেশে ধরপাকড়ের শিকার হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে তারা  গ্রেপ্তার ও মামলার শিকার হচ্ছেন। এছাড়া ইতিপূর্বে মামলার আসামি হওয়া নেতাকর্মীরাও ধরপাকড়ের তালিকায় রয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-  
স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে জানান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহ-সভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা ১২টার দিকে বিএনপির কুমিল্লার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  
১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপি’র গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নম্বও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এর প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য ওয়াসিম, জহির ও নেতাকর্মীরা একত্র হওয়ার জন্য যাচ্ছিলেন। দলীয় কার্যালয়ের প্রবেশ পথ থেকে তাদের গাড়িতে উঠিয়ে নেয় পুলিশ। 

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে নাশকতা মামলায় আব্দুল মান্নান নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সে দেলদুয়ার সদরের উত্তর পাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে।

বিজ্ঞাপন
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, ভোরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবরে ওই স্থানে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপি সদস্য আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে ককটেল বিস্ফোরণ ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপি’র চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. অলি মল্লিক বাদী হয়ে এ মামলা করেন। সেই মামলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মিজানুর রহমান মিজুকে ঝাটিবুনিয়ার নিজ বাসভবন থেকে ও কাঁকড়াবুনিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. জাহিদুল ইসলামকে গাবুয়া থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ৬ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪৫ জন, নিয়মিত মামলায় ২১ জন, ১৫১ ধারায় একজন এবং পুলিশ আইনে দু’জন রয়েছে।

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা জেলার পাইকগাছায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরদার ফারুখ আহম্মেদসহ বিএনপি’র ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও ধ্বংসাত্মক পরিবেশ সৃৃৃৃৃষ্টি এবং পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬০/৭০ জনকে আসামি করে মামলা করেছে। একই সঙ্গে বুধবার গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানা বিএনপি’র দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা আব্দুল মমিন সরকারকে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে ও আব্দুল আলিমকে বুধবার রাতে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মমিন সরকার ও সলঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রায়গঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল মমিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক রেজাউল করীম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার মিরপুর থেকে বুধবার রাতে সলঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে আটক করেছে পুলিশ।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দায়ে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গত বুধবার তারাকান্দা থানা মামলা রুজু হয়েছে। জানা গেছে, বুধবার রাতে উপজেলার কাশিগঞ্জ এলাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দায়ে পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য মাসুদ রানা খান এবং ঢাকুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল সালাম সরকারকে গ্রেপ্তার করে গতকাল আদালতে সোপর্দ করে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status