অনলাইন
মেসিকে চরম হুমকি দিলেন মেক্সিকান বক্সার
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন

মেক্সিকান বক্সার সাউল ক্যানেলো আলভারেজ আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসিকে হুমকি দিয়েছেন। কারণ আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষের ম্যাচটিতে জয় পাবার পর ড্রেসিংরুমে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠেছিল আর্জেন্টিনা। সেই বাঁধভাঙা উচ্ছাসের সময়ে মেক্সিকোর জাতীয় দলের জার্সিকে অসম্মানিত হয়েছে বলে মনে করেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপে তাদের প্রথম জয় উদযাপন করতে দেখা যায় আর্জেন্টিনাকে। একটি ভিডিওতে দেখা গেছে তার ক্লিটগুলি সরানোর চেষ্টা করার সময় মেক্সিকোর জার্সিতে সামান্য লাথি মারেন মেসি। ক্যানেলো টুইটারে মেসির প্রতি তার হতাশা প্রকাশ করে পরিস্থিতিকে আরো জটিল করে তোলেন। আলভারেজ টুইটারে প্রশ্ন তোলেন -''আপনারা কি মেসিকে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করতে দেখেছেন? মেসি ঈশ্বরের কাছে প্রার্থনা করুক যেন সে কখনো আমার সামনে না আসে। আমি যেমন আর্জেন্টিনাকে সম্মান করি, তাকেও মেক্সিকোকে সম্মান করতে হবে! আমি সামগ্রিকভাবে আর্জেন্টিনার কথা বলছি না, শুধু মেসিদের কথা বলছি।‘’
মেসি কি সত্যিই মেক্সিকোর পতাকায় পা রেখেছিলেন ?
পুরো ক্লিপ জুড়ে মেক্সিকোর কোনো পতাকা দেখা যায়নি। একটি বিষয় বেশ স্পষ্ট যে মেসি কখনই মাটিতে পড়ে থাকা মেক্সিকান জার্সিকে লাথি মারতে চাননি। মেক্সিকোর জাতীয় পতাকা তখন মেঝেতে পড়ে ছিল, কারণ জয়ের আনন্দে সবাই মাতোয়ারা ছিলেন এবং খেলোয়াড়দের দু-একটি জার্সিসহ তখন আরও অনেক কিছুই ড্রেসিংরুমের মেঝেতে পড়ে ছিল। ম্যাচে মেসির সঙ্গে মেক্সিকোর কোনো খেলোয়াড় জার্সি অদলবদল করেছেন, তা জানা যায়নি। তবে এটি স্পষ্ট যে ক্যানেলো যা দাবি করেছেন তা ঠিক নয়, "দ্য ম্যাজিক ম্যান" নির্দোষ।
সূত্র : marca.com