খেলা
মিলিতভাবে চতুর্থ সিদ্দিকুর রহমান
স্পোর্টস রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার
প্রত্যাশা ছিল ঘরের মাঠে এশিয়ান ট্যুরের আরেকটি ট্রফি জেতা। কিন্তু দুর্ভাগ্য দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেন জেতা হলো না তার। মিলিতভাবে চতুর্থ হয়েছেন সিদ্দিকুর। গতকাল কুর্মিটোলা গলফ কোর্সে শেষ রাউন্ডের খেলায় পারের চেয়ে সাত শট কম খেলেন তিনি। সব মিলিয়ে ২৭৭ স্কোর করে চার জনের সঙ্গে চতুর্থ হন তিনি। তিনি পাচ্ছেন ১৫ হাজার ২৮০ মার্কিন ডলার। এছাড়া স্বাগতিক দেশের জামাল হোসেন ২৭৮ পয়েন্টে মিলিতভাবে অষ্টম, বাদল হোসেন মিলিতভাবে ১৪তম, মো. নুরুজ্জামান মিলিতভাবে ৩৯তম হন। এই টুর্নামেন্টে থাইল্যান্ডের দানথাই বনমা ২৭১ স্কোর করে চ্যাম্পিয়ন হন। জিতে নেন ৭২ হাজার মার্কিন ডলার। একই দেশের কোসুকে হামামোতো রানার-আপ হন। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ২৩টি দেশের ১২০ জন প্রো-গলফার অংশ নেন। গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ গলফ ফেডারেশন এশিয়ান ট্যুরের প্রতিনিধি, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক গলফার, ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।