বিশ্বজমিন
মুসলিম ও খ্রিস্টানদের জন্য অনেক দেশ আছে, হিন্দুদের আছে মাত্র একটি দেশ- শুভেন্দু অধিকারী
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক ও রাজ্য বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়ন করা হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত এলাকার শহর ঠাকুরনগরে এক র্যালিতে এমন কথা বলেছেন তিনি। র্যালিতে উপস্থিত ছিলেন এমপি শান্তনু ঠাকুর। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়ন হবে। আমি ব্যক্তিগতভাবে এনআরসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক বিল বাস্তবায়নের দাবি জানাই। তিনি আরও বলেন, ‘মুসলিম এবং খ্রিস্টানদের জন্য অনেক দেশ আছে। কিন্তু হিন্দুদের জন্য একটিই মাত্র ‘হোমল্যান্ড’ আছে। সিএএ বাস্তবায়ন করা হবে। একবার যখন আইন পাস হবে, তখন তা বাস্তবায়ন কেউই ঠেকাতে পারবে না।
কোনো মুখ্যমন্ত্রীও তা বন্ধ করতে পারবেন না।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন
এএফপি'র রিপোর্ট/ নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের সাজা হচ্ছে বাংলাদেশে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]