ঢাকা, ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

মুসলিম ও খ্রিস্টানদের জন্য অনেক দেশ আছে, হিন্দুদের আছে মাত্র একটি দেশ- শুভেন্দু অধিকারী

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক ও রাজ্য বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়ন করা হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত এলাকার শহর ঠাকুরনগরে এক র‌্যালিতে এমন কথা বলেছেন তিনি। র‌্যালিতে উপস্থিত ছিলেন এমপি শান্তনু ঠাকুর। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়ন হবে। আমি ব্যক্তিগতভাবে এনআরসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক বিল বাস্তবায়নের দাবি জানাই। তিনি আরও বলেন, ‘মুসলিম এবং খ্রিস্টানদের জন্য অনেক দেশ আছে। কিন্তু হিন্দুদের জন্য একটিই মাত্র ‘হোমল্যান্ড’ আছে। সিএএ বাস্তবায়ন করা হবে। একবার যখন আইন পাস হবে, তখন তা বাস্তবায়ন কেউই ঠেকাতে পারবে না।

 কোনো মুখ্যমন্ত্রীও তা বন্ধ করতে পারবেন না।

বিজ্ঞাপন
যারা এর বিরোধিতা করছেন, তাদেরকে এর জন্য জবাব দিতে হবে। এখন থেকে ১০০ বছর পরে আপনি এখানে থাকবেন না। যদি একটি সরকার ক্ষমতায় আসে এবং বলে- বিশেষ একটি সময়ে রোহিঙ্গাদের মতো মানুষকে বের করে দেয়া হয়েছিল এবং তারা ভারতে এসেছিলেন শরণার্থীর মতো, তখন কি আপনি (মুখ্যমন্ত্রী) প্রতিবাদ করবেন সেখানে?’ দৃশ্যত পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে শুভেন্দু বলেন, সিএএ দিয়ে নাগরিকত্ব দেয়া হবে। এর মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status