ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

খুলনায় সমাবেশে যাওয়ার পথে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ নভেম্বর ২০২২, শনিবার, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

খুলনায় বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত এক বিএনপি নেতা এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বৃহস্পতিবার রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বিকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়। নিহত ওই বিএনপি নেতার নাম সাজ্জাদুর রহমান জিকো। তিনি ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। এছাড়া ওই এলাকার প্রয়াত শেখ শওকত হোসেনের ছেলে।

গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, খুলনার গণসমাবেশ ভণ্ডুল করতে গণপরিবহন বন্ধসহ নানা ষড়যন্ত্রে সফল হতে না পেরে বিএনপির নেতা-কর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা চালায় আওয়ামী লীগ। ওইদিন গণসমাবেশে আসার পথে ফুলতলার ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাজ্জাদুর রহমান জিকোকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়। ৩৪ দিন চিকিৎসার পর বাড়ি ফিরলে তাকে আবার মারধর করা হয়।

বিজ্ঞাপন
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন।

খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি হতেই হবে।
সাজ্জাদুর রহমান জিকোর হত্যার প্রতিবাদে আগামী ২৮শে নভেম্বর বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ও নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status