রাজনীতি
ঢোল-বাদ্য বাজিয়ে দলে দলে বিএনপির সমাবেশে সনাতন ধর্ম্বাবলম্বীরা
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ১২ নভেম্বর ২০২২, শনিবার, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন

শুক্রবার মধ্যরাত। ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে তখন উৎসব মুখর পরিবেশ। মুহূর্মুহু স্লোগানের পাশাপাশি বাজছে ঢোল-বাদ্য। নেচে গেয়ে আনন্দ-উল্লাস করছেন এক দল সনাতন ধর্ম্বাবলম্বী। তাদের মধ্যে রয়েছে সহস্রাধিক নানা বয়সের নারী। কেউ নানা ঢঙে সেজেছেন। কারও হাতে শাঁখা, কারও মাথায় সিঁদুর। কেউ বাজাচ্ছে ঢোল, কেউ বাজাচ্ছেন তবলা। কেউ বহন করছেন ব্যানার-ফেস্টুন। গণপরিবহন বন্ধ থাকায় ৬০ কিলোমিটার দূর থেকে ভেঙে ভেঙে নানা কৌশলে আগের রাতে সমাবেশে যোগ দেন তারা।
তিনি আরও জানান, কয়েক হাজার হিন্দু নারী রাত জেগে এখানে এসেছে খালেদা জিয়ার মুক্তির জন্য। প্রথমে ভ্যানে, এরপর ট্রলারে, কার্গোতে, তারপর বাইরোডে ভেঙে ভেঙে সমাবেশে আসি।