বাংলারজমিন
কৈলাশটিলার বন্ধ হওয়া কূপ থেকে ফের গ্যাস উত্তোলন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৫ মে ২০২২, রবিবারসিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের বন্ধ থাকা কূপ থেকে ফের গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতকাল থেকে আনুষ্টানিকভাবে এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর আগে পরীক্ষামূলক গ্যাস সরবরাহ করা হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ২০১৬ সালের অক্টোবরে গ্যাস উত্তোলনের হার ০.৫ মিলিয়ন ঘনফুটে নেমে এলে ২রা নভেম্বর বন্ধ হয়ে গিয়েছিল এই কূপ। সিলেট গ্যাস ফিল্ড সূত্র জানিয়েছে, ২০১০-১২ সালে বাপেক্সের কারিগরি সহযোগিতায় সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা, জৈন্তাপুরের হরিপুর ও হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন করে থ্রিডি সিসমিক জরিপ পরিচালনা করা হয়। এ জরিপে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপে তেল ও গ্যাস মজুতের সম্ভাব্যতা পায় বাপেক্স। ২০১৩ সালের ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ সফর করে দেশের প্রথম তেল খনি হিসেবে ঘোষণা করে এই কূপের খনন কাজের উদ্বোধন করেন। ২০১৪ সালের ১৭ই অক্টোবর এই গ্যাস কূপের খনন কাজ শুরু করা হয়। ২০১৫ সালের ৮ই মার্চ খনন কাজ শেষে একটি স্তরে গ্যাসের সন্ধান পেলেও তেলের খোঁজ পায়নি বাপেক্স। ২০১৫ সালের ৫ই সেপ্টেম্বর জাতীয় গ্রিডে ৮-১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয় এই ফুপ থেকে। কিন্তু গ্যাস কমে যাওয়ায় ২০১৬ সালে এই কূপে গ্যাস উত্তোলন বন্ধ করা হয়। বন্ধ হওয়া এই কূপে গত মাসে ফের কাজ শুরু করে বাপেক্স। এতে নতুন করে গ্যাসের সন্ধান পায় এবং সেটি উত্তোলনের পর্যায়েও আসে। গতকাল থেকে আনুষ্টানিকভাবে এই গ্যাসক্ষেত্র থেকে নতুন করে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবাহ শুরু করা হয়। গ্যাস সরবরাহ কাজের উদ্বোধন করেন জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেন। গতকাল সকাল ১১টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। সিলেট গ্যাসফিল্ড সূত্রে জানা গেছে, কৈলাসটিলা গ্যাস ফিল্ডের সাতটি কূপের মধ্যে এতদিন দুটি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতো। এখন ৭ নম্বর কূপ থেকে ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। সবমিলিয়ে এখান থেকে ৪ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস প্রতিদিন যাচ্ছে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।