রকমারি
৭০ বছর তিনি স্নান করেননি, বিশ্বের সেই নোংরাতম মানুষের মৃত্যু হলো কীভাবে জানেন?
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ২৬ অক্টোবর ২০২২, বুধবার, ৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

‘বিশ্বের সবচেয়ে নোংরা’ উপাধি অর্জন করেছিলেন ইরানের বাসিন্দা আমাউ হাজি। কারণ ৭০ বছর তিনি স্নান করেননি। দীর্ঘ কয়েক দশক পর প্রথমবারের মতো, গ্রামবাসীরা তাকে স্নান করিয়েছিলেন। তার কয়েক মাসের মধ্যেই চলে গেলেন “বিশ্বের নোংরাতম মানুষ”। অনেকেই বলছেন- জলই ডেকে আনলো বিপদ। ইরানের বার্তা সংস্থা IRNA-এর মতে, ৯৪ বছর বয়সী আমাউ হাজি বা ‘চাচা হাজি’ রবিবার দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগাহ গ্রামে মারা যান। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তার স্নান না করার পেছনে একাধিক কারণ রয়েছে। স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, হাজি অবিবাহিত ছিলেন, অসুস্থ হওয়ার ভয়ে তিনি স্নান করা এড়িয়ে যেতেন। অন্যদিকে স্থানীয় গ্রামবাসীদের কেউ কেউ বলছেন তার যৌবনে কোনো মানসিক বিপর্যয়ের কারণে জল থেকে দূরে থাকতেই পছন্দ করতেন হাজি। একবার, তার প্রতিবেশীরা তাকে স্থানীয় নদীতে স্নান করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উদ্দেশ্য বুঝতে পেরে হাজি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যান।
IRNA জানিয়েছে, কয়েক মাস আগে প্রথমবারের মতো গ্রামবাসীরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানোর উদ্দেশে একটি বাথরুমে নিয়ে গিয়েছিলেন।
সূত্র : wionews.com