ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

খালেদা জিয়ার নেতৃত্বেই যুগপৎ আন্দোলন

স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
mzamin

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের ছক কষছে বিএনপি। বিরোধী দলগুলোকে এই আন্দোলনে  সম্পৃক্ত করতে ইতিমধ্যে তৎপর হয়েছে দলটি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফা সংলাপ শেষে এবার দ্বিতীয় দফায় আলোচনা শুরু করেছে বিএনপি। আগে যেসব দলের সঙ্গে আলোচনা হয়েছে এর বাইরে থাকা দলগুলোকেও যুগপৎ আন্দোলনে শরিক করতে চায় দলটি। এই যুগপৎ আন্দোলনে কে নেতৃত্ব দেবেন এই প্রশ্ন অনেকের। গতকাল জাতীয় পার্টির (জাফর) সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপৎ আন্দোলন হবে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন বিএনপি নেতারা। 

সংলাপ শেষে মির্জা ফখরুল বলেন, আমাদের চলমান আন্দোলন চলা অবস্থাতেই সবার নেতৃত্বে ঐক্যবদ্ধ উদ্যোগ হয়েছে। আমাদের নেতৃত্ব বা নেতা আগেই ঘোষণা করেছি, খালেদা জিয়া আমাদের নেত্রী। তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা। মির্জা ফখরুল জানান, সরকারবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষ করে বিএনপি যুগপৎ আন্দোলন শুরু করবে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তার দলের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-  ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, মাওলানা রুহুল আমীন, সেলিম মাস্টার, কেন্দ্রীয় নেতা হান্নান আহমেদ খান, এএসএম শামীম, কাজী মো. নজরুল ও গোলাম মোস্তফা। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংলাপ শেষে বিএনপি মহাসচিব সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা দ্বিতীয় গণআন্দোলনের দফা নির্ধারণ করার বিষয় নিয়ে আজকে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছি। আমাদের দাবিনামার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ, পদত্যাগ করে সংসদ বাতিল করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর একটা নতুন নির্বাচন কমিশন গঠনের পর তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি। তিনি বলেন, আমরা একমত হয়েছি যে, এই দাবিগুলোতে আমরা যুগপৎ আন্দোলন শুরু করবো। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেই এটা আমরা শুরু করবো।

মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এ টু জেড সব একত্রিত করা। আল্লাহর রহমতে আমরা সেই পথে অনেকখানি অগ্রসর হয়েছি। আমরা আওয়ামী লীগ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় সফলকাম হয়েছি।  গত রোববার ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। গতকাল রাতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ করেন বিএনপি নেতারা।

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status