বাংলারজমিন
কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিজাম নিহত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল সকালে পুলিশ মোহাম্মদ আলী নামে একজনকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের সফিকুর রহমানের পুত্র জাহিদুর (৩৭), জিয়া উদ্দিন (৪৫) ও নাজিম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলীর (৩২) সঙ্গে একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র নিজাম উদ্দিনের ১ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত রোববার সকালে নিজের দখলে থাকা ওই জমিতে পিলার তুলেন নিজাম। কিছুক্ষণ পর প্রতিপক্ষরা পিলার তুলে ফেলেন। রাতে বাড়ি ফিরে বিষয়টি তিনি স্থানীয় মুরব্বিদের অবগত করেন। মুরব্বিদের জানিয়ে নিজাম যখন বাড়ি ফিরছিলেন, তখন রাত পৌনে ১১টা। বাড়ির প্রবেশমুখে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষরা রডের আঘাতে তাকে হত্যা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিজামের আত্মীয়রা জানান, নিজামের বাড়ির পেছনে এক শতক জমি প্রতিপক্ষরা নিজেদের দাবি করছিলো। তারা জোরপূর্বক ওই জমি দখলে নিতে চেয়েছিলো। তাই পিলার তুলেছিলেন নিজাম। এ নিয়ে তাকে রডের আঘাতে হত্যা করা হয়। তারা আরও জানান, নিজাম উদ্দিন স্থানীয়ভাবে নিজাম মাস্টার হিসেবে পরিচিত। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। কয়েকটি মসজিদে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার চারটি সন্তান রয়েছে। বড় ছেলে কোরআনের হাফেজ। চার সন্তান ছাড়াও পরিবারে তাঁর মা এবং প্রতিবন্ধী এক ছোট ভাই রয়েছে। নিজামের উপার্জিত অর্থেই চলতো সংসার। তাকে হারিয়ে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আমিনুর রহমান জসিম জানান, নিহত নিজাম তাদের প্রতিষ্ঠানে দপ্তরি পদে চাকরি করতেন। এ ছাড়া পাড়ুয়া বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জানান, এক শতক জমি নিয়ে বিরোধের জেরে নিজামকে হত্যা করা হয়েছে। অথচ মুরব্বিরা তাদেরকে শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার আশ্বাস দিয়েছিলেন। নিহতের চাচাতো ভাই ও সিলেটের মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আজির হাসিব জানান, হাসপাতাল থেকে লাশ বাড়িতে আনা হলে পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মাগরিবের নামাজের পর খাগাইল মাদ্রাসা মাঠে জানাজা পড়ানো হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজাম নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।