দেশ বিদেশ
রাজধানীতে দুই বাসের চাপায় নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবাররাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তার মৃত্যু হয়।
হালিমা বেগমের ছেলে রনি জানান, আমার মা কেরানীগঞ্জ থেকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসেন। গুলিস্তান থেকে সার্জেন্ট আহাদ পুলিশবক্স দিয়ে হেঁটে যাওয়ার সময় মেঘলা পরিবহন ও আনন্দ পরিবহনের দুই বাসের মাঝে পড়েন তিনি। এ সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তিনি আরও জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আইনটা এলাকায় আমাদের বাড়ি। আমার বাবার নাম লাল মিয়া। আমার মা দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।