ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

সন্তান কবুল করলেন শাকিব, বিয়ে নিয়ে রহস্য

ফয়সাল রাব্বিকীন
১ অক্টোবর ২০২২, শনিবার
mzamin

এ যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে ও নিজেদের ৬ মাস বয়সী   পুত্র সন্তানের দাবি নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার প্রায় ৫ বছর পর শাকিব ও নিজের সন্তানের খবর নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে টিভি লাইভে নয়, ফেসবুক পোস্টের মাধ্যমে শাকিব ও বুবলী দু’জনেই গতকাল কবুল করে নিলেন সন্তানের বিষয়টি। তাদের পুত্র সন্তানের নাম শেহজাদ খান বীর। তার বয়স আড়াই বছর। সন্তানের বিষয়টি স্বীকার করলেও শাকিব-বুবলীর বিয়ে নিয়ে রহস্য রয়ে গেছে। কারণ বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে তাদের কেউই মুখ খোলেননি। ফেসবুক পোস্টেও বিয়ষটি নিয়ে কিছু জানাননি তারা। এদিকে জানা গেছে, শাকিব ও বুবলী অনেকদিন ধরেই আলাদা থাকছেন। শুধু তাই নয়, বুবলীর সঙ্গে নতুন করে কোনো ছবি করতেও রাজী নন শাকিব। দূরত্ব তৈরি হয়েছে তাদের মাঝে। গতকাল সকালে বুবলী তার ফেসবুক পোস্টে লিখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। 

আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। বুবলীর পোস্টের কিছুক্ষণ পর পুত্রকে নিয়ে একই পোস্ট করেছেন শাকিব খান। কিন্তু তাতে বিয়ের বিষয়ে কিছু উল্লেখ করেননি তারা। তবে, ক’দিন ধরেই শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রহস্য দানা বাঁধতে থাকে ২৭শে সেপ্টেম্বর বুবলীর করা একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে নিজের অন্তঃসত্ত্বা সময়ের দু’টি ছবি পোস্ট করে বুবলী লেখেন, মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা। বিষয়টি নিয়ে বুবলী সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি বিস্তারিত পরে জানাবেন। তারপর থেকেই শাকিব ও বুবলি ভক্তসহ সবাই অপেক্ষায় ছিলেন আসল খবরটি জানার। এদিকে দুই তারকার ঘনিষ্ঠ সূত্রমতে, বুবলী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১শে মার্চ পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান।

 ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ফিরে আসেন ৯ মাস পর। অবশ্য একই বছর ‘বীর’ ছবির গান প্রকাশ হলে বুবলীর বেবিবাম্প নিয়ে গুঞ্জন তৈরি হয়। তখনই বলাবলি শুরু হয়, বুবলী অন্তঃসত্ত্বা। যদিও ৯ মাস পরে ফিরে এসে বিষয়টি চেপে যান নায়িকা। চেপে ছিলেন এতদিনও। সূত্রমতে, শাকিব খান এখনো চাননি সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনতে। তবে বুবলীও নাছোরবান্দা। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করতে চেয়েছিলেন। অবশেষে দু’জনের সিদ্ধান্তে ফেসবুক পোস্টের মাধ্যমে সন্তানের বিষয়টি জানালেন। এদিকে শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি হলেও আরেক নায়িকা পূজা চেরীর সঙ্গে শাকিব খানের সম্পর্ক নিয়ে গত বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চাউর হয়েছে। বয়সের বিস্তর ফারাক থাকলেও ‘গলুই’ ছবির শুটিং করতে গিয়ে নাকি তারা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। শাকিবের পরবর্তী সিনেমাতেও নায়িকা হিসেবে নেয়া হয়েছে পূজাকে। এ নায়িকাকে নিয়েই মূলত শাকিব ও বুবলীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা একপর্যায়ে চরম আকার ধারণ করে। 

এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছে পূজা চেরী আমেরিকার ভিসা পেয়েছেন। বলা হচ্ছে, সেই ভিসা পাওয়ার ক্ষেত্রেও পূর্ণ সহযোগিতা করেছেন শাকিব খান। যদিও পূজা বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি। গতকাল পর্যন্ত শুধু আলোচনা শাকিব খানের দুই সন্তান জয় ও বীর পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। গুঞ্জন রয়েছে বুবলী ও অপু বিশ্বাসের আগেও শাকিব সম্পর্কে জড়িয়েছেন রাত্রী নামের এক অভিনেত্রীর সঙ্গে। বলা হচ্ছে সেই ঘরে রাহুল খান নামের এক পুত্র সন্তানও রয়েছে শাকিবের। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, দুই সন্তানের দায়িত্ব যদি শাকিব খান নিতে পারেন তবে প্রথম সন্তানের দায়িত্ব কেন নেবেন না তিনি?  যদিও এই বিষয়টি কখনও স্বীকার করেননি কিং খানখ্যাত শাকিব।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status